হোম /খবর /ফুটবল /
আইএসএলে বাংলার সেরা বাজি এটিকে-মোহনবাগান, হাবাসের দলের খেলায় মুগ্ধ প্রাক্তনরা

আইএসএলে বাংলার সেরা বাজি এটিকে-মোহনবাগান, হাবাসের দলের খেলায় মুগ্ধ প্রাক্তনরা

স্প‍্যানিশ কোচের দলের খেলায় মন মাতানো সৌন্দর্য বা ফুটবল শৈলী হয়তো নেই। কিন্তু দলের হিসেবি খেলায় কার্যকরী জয় আসছে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: জিতেই চলেছে হাবাসের এটিকে মোহনবাগান। গোয়ার পর শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও সহজ জয় এসেছে ডেভিড উইলিয়ামসের গোলে। সাত ম্যাচে দশ পয়েন্ট নিয়ে হাবাসের সবুজ-মেরুন ব্রিগেড উঠে এসেছে পয়েন্ট টেবিলের মগডালে।

স্প‍্যানিশ কোচের দলের খেলায় মন মাতানো সৌন্দর্য বা ফুটবল শৈলী হয়তো নেই। কিন্তু দলের হিসেবি খেলায় কার্যকরী জয় আসছে। আর সপ্তম আইএসএল-এর চ‍্যাম্পিয়নশিপ ট্রফি বাংলায় নিয়ে আসতে এটাই দরকার, বলে মনে করছেন প্রাক্তন ফুটবলাররা।

প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় যেমন বলছিলেন, "এবারের আইএসএলে অন্য দলগুলির তুলনায় ভারসাম্য বেশি এটিকে-মোহনবাগানে। পুরনো সেট দলটা ধরে রাখতে পেরেছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। আর সেটারই সুবিধা পাচ্ছেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। ডিফেন্স নির্ভর প্রতি-আক্রমণ ফুটবলে  প্রতিপক্ষকে মাত করছেন স্প্যানিশ কোচ। অবাক হব না এটিকে মোহনবাগানের হাত ধরে আবারও বাংলায় খেতাব এলে।" সম্প্রতি আইএফএ শিল্ডে তাক লাগানো ফুটবল খেলে ভারতীয় ফুটবল মহলকে চমকে দিয়েছেন জর্জ টেলিগ্রাফের কোচ রঞ্জন ভট্টাচার্য আবার বলছেন, " দলটার বাঁধুনি চমৎকার। এক-একটি পজিশনে সমান মানের একাধিক ফুটবলার। দল গড়ার সময় এটার ওপর নজর রেখেছিলেন টিম ম্যানেজমেন্ট। সাতের আইএসএলে তার সুফল পাচ্ছে গোটা দল। এখনও পর্যন্ত এবারের আইএসএলে পারফরম্যান্সের নিরিখে সেরা দুই দল অবশ্যই এটিকে মোহনবাগান ও মুম্বই।"

এখনও সাত ম‍্যাচের মধ্যে জয় এসেছে পাঁচটিতে। যার মধ্যে একটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। হাবাসের মোহনবাগান আটকে গিয়েছে একটি ম্যাচে। হার হয়েছে একটি ম্যাচে। এবারের আইএসএলে শুরু থেকেই ঝলমল করছে এটিকে মোহনবাগান। স্প্যানিশ কোচের বুদ্ধিদীপ্ত কোচিং। সঙ্গে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসের মত পার্থক্য করে দেওয়া ফুটবলারদের দলে থাকা ও অবশ‍্যই সন্দেশ, প্রীতম, প্রবীর, অরিন্দমদের মত এক ঝাঁক প্রথম সারির ভালো মানের ভারতীয় ফুটবলার। সব মিলিয়ে এবারের আইএসএলে বাংলার সেরা বাজি এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগানের পরবর্তী ম্যাচ ২৯ ডিসেম্বর। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি।

PARADIP GHOSH 

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: ATK-Mohun Bagan