#সেন্ট পিটার্সবার্গ: বিশ্বকাপের সেমিতে নামার অপেক্ষায় ফ্রান্স-বেলজিয়াম। তার আগেই বেলজিয়াম তারকার বিস্ফোরক স্বীকারোক্তি। ফ্রান্সের জার্সিতে ছোটবেলার হ্যাজার্ডকে দেখে শোরগোল। তবে কি সেমিফাইনালের আগেই জার্সি বদল?
বেলজিয়াম নয়। ছোটবেলায় হ্যাজার্ড সমর্থন করতেন ফ্রান্সকে। নামতে চাইতেন নীল জার্সি গায়ে। ১৯৯৮-র জিদানের পায়ের জাদুতে মুগ্ধ হয়ে লে ব্লুজে মজেছিলেন হ্যাজার্ড। বেলজিয়ার ফ্রেঞ্চ অধ্যুষিত এলাকায় বড় হন হ্যাজার্ড। ফ্রান্সকে সমর্থন করা নিয়ে বলেন,‘তখন বেলজিয়ােমর জার্সি পাওয়া যেত না। তাই আমরা ফ্রান্সের জার্সি পরে ঘুরতাম।
তখনকার বেলজিয়াম দলকে ছোট করছি না। তবে ছোটবেলায় ফ্রান্সকেই সমর্থন করতাম।’ এখন অবশ্য ফ্রান্স নয়, ফরাসি সেনসেশন এমবাপেতে মুগ্ধ হ্যাজার্ড। এমবাপেকে আর কান্তেকে আটকাতে পারলেই ম্যাচ পকেটে আসবে, মনে করছেন হ্যাজার্ড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।