corona virus btn
corona virus btn
Loading

২০০৩-র এর রিক্যাপ ২০১৯-এ, জাকার্তা ফিরবে বাঘাযতীনে

২০০৩-র এর রিক্যাপ ২০১৯-এ, জাকার্তা ফিরবে বাঘাযতীনে

দেড় দশক বাদে অ্যালভিটো-ডগলাস-ষষ্ঠীদের সবুজ গালিচায় ফুল ফোটাতে দেখতে ২৯ ডিসেম্বর বাঘাযতীনে যে লাল হলুদ জনতার ভিড় উপচে পড়বে পড়বে সেটা বলাই যায় ৷

  • Share this:

Paradip Ghosh

#কলকাতা: আপনি ইস্টবেঙ্গল সমর্থক ? তাহলে তো কথাই নেই ৷ রবিবার বিকেলে সব ফেলে হাজির থাকতেই হবে বাঘাযতীনে লায়েলকার মাঠে৷ লাল-হলুদের স্বপ্নের আশিয়ান ফিরছে যে শীতের শহরে, রবিবাসরীয় সন্ধ্যায় ৷ ডাগআউটে সেই সুভাষ ভৌমিক৷ মাঠে সেই ডগলাস-আলভিটো যুগলবন্দী ৷ সঙ্গে ইন্ডিয়ান চাইম্যান ষষ্ঠী দুলে৷ থাকছেন দেবজিত ঘোষ , দীপঙ্কর রায়রা ৷

২০০৩-এর ইতিহাসে ইস্টবেঙ্গলের সেই সোনালী ঝলক ফিরবে বছর শেষের স্বর্ণালী সন্ধ্যায় ৷ প্রতিপক্ষেও ময়দান কাঁপানো সব দুদে নাম ৷ আল আমনা, রহিম নবি৷ কোচের হটসিটে ইস্টবেঙ্গলকে প্রথম জাতীয় লিগ জেতানো মনোরঞ্জন ভট্টাচার্য ৷ বিদেশি ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সাফল্যের নজির নেহাত কম নয় ৷ কিন্তু লাল-হলুদ সমর্থকদের মনে আশিয়ানের জায়গাটাই আলাদা ৷

২০০৩-এর ২৬ জুলাই জাকার্তার মাটিতে থাইল্যান্ডের বেকতারো সাসানা-কে হারিয়ে আশিয়ান সেরা হয়েছিল হয়েছিলেন ওকোরো, ভাইচুং, ডগলাস, আলভিটোরা ৷ দেড় দশকেরও বেশি সময় পরে আজও লাল হলুদ স্মৃতিতে ঝলমলে সেই স্মৃতি ৷ আজও আশিয়ান জয়ের মোমেন্টাম ধরে রাখতে ফি-বছর ২৬ জুলাই সেলিব্রেশনে মাতেন লাল-হলুদ জনতা ৷

এদিকে দেড় দশক বাদে অ্যালভিটো-ডগলাস-ষষ্ঠীদের সবুজ গালিচায় ফুল ফোটাতে দেখতে ২৯ ডিসেম্বর বাঘাযতীনে যে লাল হলুদ জনতার ভিড় উপচে পড়বে পড়বে সেটা বলাই যায় ৷ অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে শহরে পা রাখলেন বাগানের নতুন বিদেশি বাবা দিওয়ারা ৷ মরশুম শুরুতে ঢাকঢোল পিটিয়ে স্প্যানিশ ব্রিগেড এনেছিলেন বাগান কর্তারা ৷

আই লিগ দোরগোড়া পেরিয়ে উঠোনে পা রাখতেই শুরু হয়ে গিয়েছে বিদেশি বদলানোর হিড়িক ৷ সালভা চামোরোর পরিবর্ত সেনেগালের বাবা দিওয়ারার মাধ্যমে আই লিগে বাগানের মোক্ষলাভ হয় কি না সেটাই দেখার৷ সেভিয়া , লেভান্তের মতো বড় ক্লাবের জার্সি গায়ে চাপানো বাবা কি সত্যিই সবুজ-মেরুন জার্সিতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাবা হয়ে উঠবেন? নাকি মরশুম কয়েক আগে আগে খেলে যাওয়া আরেক বিদেশি বাবালাদের ছায়া হয়ে উঠবেন ? সে তো সময়ই বলবে৷

Published by: Siddhartha Sarkar
First published: December 26, 2019, 9:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर