#শিলিগুড়ি: দুঃস্থ ফুটবলারদের পাশে দাঁড়াল লাল-হলুদ শিবির । কলকাতার পর এবার শিলিগুড়িতে । শহরের দশটি ফুটবল কোচিং ক্যাম্পের ফুটবলারদের পাশে 'ইস্টবেঙ্গল দ্য হার্ট অব শিলিগুড়ি'র সদস্যরা ।
করোনা মোকাবিলায় দেশজুড়ে আড়াই মাসের বেশী সময় ধরে লকডাউন চলেছে । আর তার জেরে বিপাকে পড়েছে একাধিক ফুটবলারের পরিবার । বহু খেলোয়াড় রয়েছেন যাঁদের অনেকেরই পরিবার দারিদ্র সীমার নীচে বসবাসকারী । লকডাউনের জেরে সমস্যায় পড়েছে পরিবারগুলি । কোচিং ক্যাম্প বন্ধ । ফলে বাড়িতেই সময় কাটছে তাঁদের । সেইসব অসহায় খুদে ফুটবলারদের পরিবারের পাশে লাল-হলুদ বাহিনী ।
রবিবার প্রত্যেক খুদে ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের লোগো সহ মাস্ক ! আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের স্যুইমিং পুলের সামনে চলে খাদ্য সামগ্রী বিলি । রীতিমতো পারস্পরিক দূরত্ব মেনেই লাইনে দাঁড় করানো হয় ফুটবলারদের । তারপর এক এক করে এগিয়ে আসে ওরা । হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবারের প্যাকেট । কি কি ছিল এই প্যাকেটে ? সংগঠনের সদস্যরা জানান , ৪ কেজি চাল , ৫০০ গ্রাম মুসুর ডাল , তেল , সোয়াবিনের দুটো প্যাকেট , বিস্কুটের প্যাকেট এবং সাবান ।
এদিন ১০টি ফুটবল কোচিং ক্যাম্পের ১৫০ জন ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় এই সামগ্রী । উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব , বঙ্গরত্ন টেবল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ , ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মনজিৎ সিং, বর্তমান ফুটবলার মনোজ মহম্মদ , শিলিগুড়ি থানার আই সি সুদীপ চক্রবর্তী । প্রত্যেকেই এক এক করে ফুটবলারদের হাতে তুলে দেন খাদ্যসামগ্রী । এদিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে লাল-হলুদ জার্সি , টুপি , মাস্ক এবং খাদ্য তুলে দেওয়া হয় পর্যটনমন্ত্রীর হাতে ।
ইস্টবেঙ্গল দ্য হার্ট অব শিলিগুড়ির এহেন উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী । শুধু ফুটবলের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে আজ মানবিক হয়ে ওঠে লাল-হলুদ ফ্যান ক্লাবের সদস্যরা । এমন উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন শহরের বিভিন্ন ক্লাবের কর্তারাও । এর আগে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকেও শিলিগুড়িতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ।
Partha Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।