corona virus btn
corona virus btn
Loading

ইস্টবেঙ্গল, প্রাদেশিকতার গন্ধ মাখা এই নামেই যতো বিতর্ক, কীভাবে ক্লাবের নামকরণ ? জেনে নিন

ইস্টবেঙ্গল, প্রাদেশিকতার গন্ধ মাখা এই নামেই যতো বিতর্ক, কীভাবে ক্লাবের নামকরণ ? জেনে নিন
Photo Courtesy: East Bengal FC/Facebook Page

নামের ফেরে বিপত্তি। আর তাতেই মিশে যত্তো বিতর্ক। এপার-ওপারের বেড়াজালে বাধা পড়ে যাওয়া।

  • Share this:

#কলকাতা: ইস্টবেঙ্গল (East Bengal)। প্রাদেশিকতার গন্ধ মাখা এই নামেই যতো বিতর্ক। আবার এই নামেই মিশে রয়েছে আবেগের আতিশয্য। কীভাবে ক্লাবের নামকরণ ? কাদের মাথা থেকেই বা এল এই নাম প্রস্তাব ? ইস্টবেঙ্গল নামের ইতিবৃত্তের খোঁজ নিয়ে জানা গেল অনেক তথ্যই।

নামের ফেরে বিপত্তি। আর তাতেই মিশে যত্তো বিতর্ক। এপার-ওপারের বেড়াজালে বাধা পড়ে যাওয়া। কিন্তু কীভাবে এল নাম টা? ইস্টবেঙ্গল ক্লাবের নামের বুৎপত্তির খোঁজ নিয়েছিলাম আমরা। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুরেশ চৌধুরী, নসা সেনদের সঙ্গে লাল-হলুদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শৈলেশ বসু। ১৯২০ সালের কোচবিহার ট্রফিতে ক্লাবকর্তাদের সঙ্গে মনোমালিন্যের শুরু শৈলেশ বসুর। মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টি গোলে হার হয় জোড়াবাগান ক্লাবের । এরপরেই নতুন ক্লাব গঠনের ভাবনা শুরু।

শুরুর দিনেও প্রশ্নটা উঠেছিল। ইস্টবেঙ্গল নামে ওপারের গন্ধ মিশে থাকার প্রসঙ্গ তুলেছিলেন স্বয়ং নসা সেন। কিন্তু সুরেশ চৌধুরীদের আপত্তিতে ধোপে টেকেনি নসা সেনের প্রাদেশিকতার প্রশ্ন। মাঠের চৌহদ্দি পেরিয়ে একশো বছর পরেও সেই এপার-ওপারের বেড়াজালের বাণে বিদ্ধ ইস্টবেঙ্গল।

আরও দেখুন--

First published: August 1, 2019, 11:57 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर