corona virus btn
corona virus btn
Loading

একসঙ্গে ‘মজা’ করতে গিয়ে বড় সাজা পেলেন তারকা ফুটবলার, লকডাউনে বাড়িতে মহিলা ডেকে কেলেঙ্কারি

একসঙ্গে ‘মজা’ করতে গিয়ে বড় সাজা পেলেন তারকা ফুটবলার, লকডাউনে বাড়িতে মহিলা ডেকে কেলেঙ্কারি
Photo- Representive

পুলিশের হাতে গ্রেফতার তারকা ফুটবলার , লকডাউনের মধ্যে বাড়িতে মহিলা ডেকেছিলেন ‘করোনা’ আক্রান্ত

  • Share this:

#লন্ডন: লকডাউনের মধ্যেই চরম কেলেঙ্কারি ৷ অনলাইনে এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল চেলসির উঠতি তারকা ক্যালাম হাডসন ওডয়ের ৷ এরপর লকডাউনের মধ্যেই সেই মহিলাকে নিজের বাড়িতে ডেকে নেন তিনি ৷

হাডসন মার্চ মাসে একবার করোনা পজিটিভ হয়েছিলেন ৷ বর্তমানেও তিনি ফের একবার করোনা পজিটিভ ৷ বুন্দেশলিগা যেরকম শুরু হয়েছে ঠিক তেমনিই ইংলিশ প্রিমিয়র লিগও ফের শুরু হওয়ার পথে ৷ আর সেই পথে যেসব নিয়ম মানার সেটা না করে নিয়ম ভেঙেছেন এই তারকা ৷

পশ্চিম লন্ডন পুলিশ তাঁর পেন্টহাউস থেকে হাডসনকে গ্রেফতার করে ৷ কারণ যে মহিলাকে তিনি বাড়িতে ডেকেছিলেন সেই মহিলাই তাঁর হাডসনের বাড়ি থেকে একইসঙ্গে পুলিশকে ও অ্যাম্বুল্যান্সকে ফোন করেন ৷

যে মহিলা ফুটবলারের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁকে শুধু অন্তর্বাস পরে বাড়িতে আসতে বলেছিলেন ৷ আন্তর্জাতিক  সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই মহিলার সঙ্গে সোশ্যাল হ্যান্ডেল থেকে তাঁর আলাপ হয়েছিল ৷ শনিবার দিনে নিজের পেন্টহাউসে ওই মহিলাকে নিজের পেন্ট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন হাডসন ৷ তাঁরা অনলাইনে যে সব মেসেজ আদানপ্রদান করেছিলেন সেখানেও উস্কানিমূলক ও মজার কথাবার্তা বলেছিলেন ৷ তাঁরা ঠিক করেছিলেন একসঙ্গে ‘মজা’ করবেন ৷

ওই মহিলা জানিয়েছেন চেলসি তারকাকে নিজের অন্তর্বাসের ছবি পাঠিয়েছিলেন ৷ নিজের গাড়ি পাঠিয়ে মহিলাকে বাড়িতে নিয়ে আসেন হাডসন ৷ এরপর হাডসনের বাড়ি থেকেই ওই মহিলা পুলিশ ও অ্যাম্বুল্যান্সকে ফোন করেন ৷

মহিলা স্বাস্থ্যকর্মীদের জানান তিনি অসুস্থ বোধ করছেন ৷ সংবাদমাধ্যম জানিয়েছে, যে মহিলা বাড়িতে এসেছিলেন তাঁর যেরকম পোশাক ছিল ঠিক তেমনিই সম্ভ্রান্ত লুই ভিত্তো-র লাগেজ ছিল তাঁর সঙ্গে ৷

এর আগে ম্যাঞ্চেস্টার সিটির তারকা কেলি ওয়াকারও একইরকম ভাবে দুই যৌনকর্মীকে বাড়িতে ডেকে আইনানুগ ব্যবস্থার মুখে পড়েছিলেন ৷ এরপর অবশ্য তিনি তাঁর পরিবার ও ফ্যানদের কাছে ক্ষমা চান ৷

Published by: Debalina Datta
First published: May 18, 2020, 2:49 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर