হোম /খবর /ফুটবল /
মেসিকে হারিয়ে শতাব্দীর সেরা রোনাল্ডো, সিআর সেভেনে সাজলো বুর্জ খলিফা

মেসিকে হারিয়ে শতাব্দীর সেরা রোনাল্ডো, সিআর সেভেনে সাজলো বুর্জ খলিফা

Photo-News 18

Photo-News 18

দুবাইয়ের গ্লোব সকার অ্যাওয়ার্ডের দেওয়া শতাব্দীর সেরা (২০০১-২০২০) ফুটবলারের স্বীকৃতি জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা : নতুন পালক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুকুটে। দুবাইয়ের গ্লোব সকার অ্যাওয়ার্ড আয়োজিত শতাব্দীর সেরা ফুটবলারের সম্মানে সম্মানিত  হলেন পর্তুগিজ তারকা। সেরার মনোনয়ন প্রক্রিয়াটা অবশ্য সহজ ছিল না। সেরার দৌড়ে ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার রোনাল্ডিনহো, লিভারপুলের তারকা ফুটবলার মহম্মদ সালাহ। শেষ পর্যন্ত মেসি, রোনাল্ডিনহোদের পেছনে ফেলে দুবাইয়ের গ্লোব সকার অ্যাওয়ার্ডের দেওয়া শতাব্দীর সেরা (২০০১-২০২০) ফুটবলারের স্বীকৃতি জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

দুবাইয়ের বিলাসবহুল সাত তারা আরমানি হোটেলের ঝলমলে অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয় রোনাল্ডোর হাতে। রোনাল্ডোর  সম্মানে সামিল হয় দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফাও। দুবাই গ্লোব অ্যাওয়ার্ডের শতাব্দীর সেরা ফুটবলারকে স্বীকৃতি জানিয়ে আলোর মাধ্যমে রোনাল্ডোর অবয়ব দৃশ্যমান হয় বুর্জ খলিফায়।

ফুটবলার হিসেবে চলতি শতাব্দীতে ক্রিশ্চিয়ানোর সাফল্য ঈর্ষণীয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ট্রফি রুমে জায়গা পেয়েছে একের পর এক সমান, পুরস্কার, স্মারক। ৩৫ বছর বয়সী তারকা ফুটবলার ক‍্যারিয়ার শুরুর দিন থেকেই নিজস্ব ভঙ্গিমায় ঝলমল করেছেন। লিসবনে খেলার সময়ে একদিকে যেমন একাধিক বার জিতেছেন পর্তুগিজ সুপার চ্যাম্পিয়ন ট্রফি। অন্যদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে এফএ কাপের পাশাপাশি তিন বার ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব জিতেছেন। পরবর্তীকালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর রোনাল্ডোর সাফল্যের মাত্রা ও বহর দুই বেড়েছে। লা লিগা, কোপা ডেল রে জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন চার বার। ইউরোপ সেরা ক্লাবের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের সাফল্যের পেছনে জ্বলজ্বল করছে সিআর সেভেনের কৃতিত্ব ও উপস্থিতি। ক্লাব ওয়ার্ল্ড কাপের মত কঠিষ খেতাব রোনাল্ডোর ঝুলিতে এসেছে তিন বার।

শুধুমাত্র ক্লাবের জার্সিতেই নয়, দেশের জার্সিতেও রোনাল্ডোর সাফল্য কথা বলে। ২০১৬ ইউরো কাপে একক কৃতিত্বে পর্তুগালকে চ্যাম্পিয়ন করেছেন রোনাল্ডো। পর্তুগালের ইউরো জয় মনে করিয়ে দেয় ১৯৮৬ তে আর্জেন্টিনার বিশ্বসেরা হওয়াকে। সেবারেও দিয়েগো মারাদোনার একক ক‍্যারিশ্মায় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফুটবল বিশেষজ্ঞদের মত, পর্তুগালের ইউরোপ সেরা হওয়ার পেছনেও ততোটাই কৃতিত্ব রোনাল্ডোর। ফিফার সর্বোচ্চ স্বীকৃতি ব্যালন ডি'অর জিতেছেন পাঁচ বার। ইউরোপের সেরা ফুটবলারের স্বীকৃতি এসেছে তিন বার এরপর গোল্ডেন বল কিংবা শতাব্দীর সেরা একাদশে জায়গা করে নেওয়া তো আছেই।

লিওনেল মেসির সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বারে বারে আলোচনায় এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। কে সেরা? মেসি? না কী রোনাল্ডো? এই তর্কে মেতে উঠেছে ফুটবল দুনিয়া। মাঠে নিজস্ব পরিসরে বার বার ঝলসে উঠেছেন দুই তারকাই। দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্সের সঙ্গে সহযোগিতায় গ্লোব সকার অ্যাওয়ার্ডের শতাব্দীর সেরা ফুটবলারের দৌড়ে ছিলেন দু'জনেই। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে রোনাল্ডোর শতাব্দীর সেরা ফুটবলারের স্বীকৃতি ছিনিয়ে নেওয়া অবশ্যই এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।

PARADIP GHOSH

Published by:Debalina Datta
First published:

Tags: Cristiano Ronaldo, Lionel Messi