এসসি ইস্টবেঙ্গল ১ (স্টেনম্যান ২০')
বেঙ্গালুরু এফসি ০
#গোয়া: সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আইএসএলের দ্বিতীয় জয় তুলে নিল এসসি ইস্টবেঙ্গল৷ শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মাটি স্টেনম্যানের একমাত্র গোলে তিন পয়েন্ট পেল রবি ফাউলারের শিষ্যরা৷
দেখতে গেলে এদিন ইস্টবেঙ্গলের 'কমপ্লিট' ফুটবল লাল-হলুদ সমর্থকদের মন ভরিয়ে দিয়েছে৷ লিগের শুরু থেকেই যে ডিফেন্স নিয়ে বারবার কথা হচ্ছিল, সেই ডিফেন্স এদিন অনেকটাই ভরাট দেখাল৷ গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল, ফলে শুরু থেকেই বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া ছিলেন ড্যানিয়েল ফক্স অ্যান্ড কোং৷
A thoroughly entertaining contest with plenty of chances created by both sides! In the end, we win 1-0, courtesy Steinmann's 20th minute goal, to grab our 2️⃣nd Hero ISL victory. We're unbeaten in 5️⃣ games now! ❤️💛
FT: BFC 0-1 SCEB#BFCSCEB #ChhilamAchiThakbo #HeroISL pic.twitter.com/ybiqH4STFB — SC East Bengal (@sc_eastbengal) January 9, 2021
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ তুলে আনতে শুরু করে ইস্টবেঙ্গল৷ মাত্র ২০ মিনিটের মাথায় গোলের দেখা পেয়ে যায় তারা৷ দুরন্ত ছন্দে থাকা নারায়ণ দাসের পাস থেকে ছোট্ট টাচে গুরপ্রীতকে পরাস্ত করে একেবারে ফটোফিনিশ গোল করেন জার্মানির বছর ছাব্বিশের মিডফিল্ডার৷
এই গোলের ১০ মিনিটের মধ্যে নারায়ণ ও হরমনপ্রীতের সৌজন্যে আরও দু'টো গোলের সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের৷ ব্রাইট এবং মাঘোমা এদিন বাড়তি দায়িত্ব নিয়ে মাঝমাঠ সামলালেন৷ বিরতির ঠিক আগে মিলন সিং ও এনোবাঘারে সুযোগ কাজে লাগাতে পারলে তিন গোলে এগিয়ে মাঠ ছাড়তে পারত ইস্টবেঙ্গল৷ বিরতিতে ১-০ এগিয়েই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল৷
Why Save-jit, you ask? 33 saves in 10 matches this season, we answer!
Debjit Majumder - tonight's Hero of the Match for making 5️⃣ great saves against BFC! ❤️💛#BFCSCEB #ChhilamAchiThakbo #JoyEastBengal #HeroISL pic.twitter.com/jovVp0KAzX — SC East Bengal (@sc_eastbengal) January 9, 2021
দ্বিতীয়ার্ধের ঠিক চার মিনিটের মাথায় সুনীল ছেত্রীর বুলেট শট দেবজিত যদি অনবদ্য সেভ করতে না পারতেন, তাহলে বেঙ্গালুরু সমতায় ফিরিয়ে আনত৷ ১০ মিনিটের মধ্যে আবারও সুনীলের জোরাল শটে এরকম একটা সেভ করে তাক লাগান দেবজিত৷ অন্যদিকে এদিনে ইস্টবেঙ্গলের লাইমলাইটে থাকা ব্রাইট জোড়া সুযোগ পেয়েও গোলের দেখা পাননি৷ শেষের দিকে বেঙ্গালুরু ম্যাচের ফেরা মরিয়া চেষ্টা করেও কাজের কাজ করতে পারেনি৷ এক গোলে জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল৷
STAT: This was our 11th meeting with @bengalurufc across all competitions - 8 in @ILeagueOfficial, one each in the Fed Cup and the Super Cup and one in @IndSuperLeague. We lead the HTH 7-4 now! No wonder we enjoy this rivalry so much. Well played, Blues! 👏#BFCSCEB #HeroISL
— SC East Bengal (@sc_eastbengal) January 9, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।