#কলকাতা : বিনিয়োগকারীকে শেয়ার হস্তান্তরের ইস্যু হয়তো মিটল। কিন্তু বিঁধে রইল কাঁটা। ইস্টবেঙ্গলের এক্সট্রা অর্ডিনারি বার্ষিক সাধারণ সভা শেষে ক্লাবের স্পোর্টিং রাইটস নতুন ইনভেস্টারকে হস্তান্তরিত করার সিদ্ধান্ত পাশ হলেও সংশোধনী খসড়ার কয়েকটি বিষয় নিয়ে সদস্যরা বিরোধীতা করেন।
ক্লাবের বর্তমান নিয়মকানুনের সঙ্গে নতুন চুক্তিপত্রের শর্তের সংঘাত দেখা দিলে চুক্তিপত্রের শর্তকেই অগ্রাধিকার দেওয়া হবে। সদস্যরা এর প্রতিবাদ করেন। জানান, ক্লাবের সংবিধানের নিয়মই বহাল থাকুক। দ্বিতীয়ত; সংশোধনী খসড়াতে রয়েছে, ক্লাব সদস্যদের অধিকারে কোনও প্রভাব না পড়লেও সদস্য সংক্রান্ত যাবতীয় ক্ষমতা বোর্ড অফ ডিরেক্টর্সের অধীনে চলে যাবে। এটা নিয়েও প্রতিবাদ জানান লাল–হলুদ সদস্যরা। সদস্যরা চান, ক্লাব সদস্য সম্পর্কিত ক্ষমতা থাকুক কার্যকরী কমিটির হাতে। পাশাপাশি, ফুটবল–সহ ক্রিকেট, হকি, অ্যাথেলটিক্স বিভাগের প্রশানিক দায়িত্বে থাকা সচিব নির্বাচনের ক্ষমতা থাকুক কার্যকরী কমিটির হাতে। নতুন বোর্ড যেন কোনও হস্তক্ষেপ না করে।
শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘কোনও বিষয়ে ক্লাব মতামত জানাতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড অফ ডিরেক্টর্স।’ সভায় হাজির ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তনরা। ভাস্কর বলেন, ‘ইস্টবেঙ্গল হল সদস্যদের ক্লাব। সদস্যদের খারাপ হবে, এমন কাজ কেউ কখনও করবে না।' ক্লাবের স্থাবর–অস্থাবর সম্পত্তি–সহ স্পোর্টিং রাইটসের প্রস্তাব পাশ হয়ে যায়।
দল গোছাতে নেমে বিনিয়োগকারীর নজরে অ্যান্থনি স্টোকস এবং স্কট নেভিল। চলতি মরশুমে পার্সিপোলিস থেকে স্কটল্যান্ডের লিভিংস্টোনে খেলেছিলেন স্টোকস। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল, শেফিল্ড ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেসে খেলেছেন তিনি। ১৩৫ ম্যাচে ৫৮ গোল রয়েছে নামের পাশে। এছাড়াও, ব্রিসবেন রোরের প্রাক্তন তারকা ডিফেন্ডার স্কট নেভিলের প্রতি আগ্রহী ইস্টবেঙ্গলের ইনভেস্টার। অস্ট্রেলিয়া–এ লিগে খেলেছেন।শতবর্ষের ইস্টবেঙ্গলকে এ দিন শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে ইন্টার মিলান। রোনাল্ডোর দেশের বেনফিকা ক্লাব শুভেচ্ছা জানিয়েছে লাল–হলুদকে।
PARADIP GHOSH
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal