• Home
  • »
  • News
  • »
  • sports
  • »
  • মাঝমাঠে শক্তি বাড়াতে মোহনবাগানে মার্সেলিনো || রেফারির বিরুদ্ধে অভিযোগ হাবাসের

মাঝমাঠে শক্তি বাড়াতে মোহনবাগানে মার্সেলিনো || রেফারির বিরুদ্ধে অভিযোগ হাবাসের

দলীয় মহড়ায় হাবাস। ফাইল চিত্র

দলীয় মহড়ায় হাবাস। ফাইল চিত্র

২০১৬-র আইএসএলের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে ওড়িশা এফসি কোচের বনিবনা হচ্ছিল না। ইদানিং জার্সি পাচ্ছিলেন না মার্সেলিনো।

  • Share this:

কলকাতা:সাতের আইএসএলে তৃতীয় হার। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে হেরে যাওয়াটা কিছুতেই হজম করতে পারছেন না কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। খালিদ জামিলের দলের বিরুদ্ধে হার নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা এটিকে-মোহনবাগান শিবির।

 কোচ, ফুটবলারদের অভিযোগের কাঠগড়ায় খোদ ম্যাচ রেফারি। দু'বারের আইএসএল জয়ী স্প‍্যানিশ কোচ হাবাসের দাবি,"নর্থ-ইস্টের প্রথম গোল অনায্য। বল জালে জড়ানোর আগে ফাউল করে ছিলেন মাচাদো। লাইন্সম্যান ফাউলের জন্য পতাকা তোলেন। রেফারি তা অগ্রাহ্য করে গোল দেন।"

নর্থ-ইস্ট ইউনাইটেডের ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ফেডারেশন ও এফএসডিএল-কে মেল করা হয়েছে এটিকে-মোহনবাগানের পক্ষ থেকে। খালিদ জামিলের দলের বিরুদ্ধে জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল সবুজ-মেরুন শিবির। হাবাসের দলের অঙ্ক ছিল, তিন পয়েন্ট তুলে নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলা এবং একইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুম্বই এফসির সঙ্গে পয়েন্টের পার্থক্যটা বাড়তে না দেওয়া। সাতের আইএসএলে ১৩ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট মুম্বই সিটি এফসি-র। অন্যদিকে সনম সংখ্যক ম্যাচ মোহনবাগানের সংগ্রহ ২৪ পয়েন্ট।

এদিকে মাঝমাঠকে শক্তিশালী করতে অজি জাত স্কটিশ মিডফিল্ডার ব্র‍্যাড ইনম‍্যানকে ছেড়ে ওড়িশা এফসি থেকে মার্সেলিনোকে সই করাল সবুজ-মেরুন শিবির। চলতি আইএসএলে চেনা ফর্মের ধারে-কাছে ছিলেন না ব্র‍্যাড ইনম‍্যান। এডু গার্সিয়াকে গোড়ালির চোটের কারণে তিন সপ্তাহ পাবে না এটিকে-মোহনবাগান।

এই অবস্থায় মাঝমাঠের ফাঁকফোকর বন্ধ করতে তড়িঘড়ি ওড়িশা এফসি থেকে ব্রাজিলীয় মার্সেলিনোকে সই করানোর সিদ্ধান্ত নেয় এটিকে টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, চুক্তি চূড়ান্ত। সই, সাবুদের পালা শেষ। এক-দু'দিনের মধ্যেই এটিকে-মোহনবাগান শিবিরে চলে আসবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

২০১৬-র আইএসএলের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে ওড়িশা এফসি কোচের বনিবনা হচ্ছিল না। ইদানিং জার্সি পাচ্ছিলেন না মার্সেলিনো। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের পাশে মার্সেলিনোর উপস্থিতি মোহনবাগানকে চলতি আইএসএলে কতোটা এগিয়ে দিতে পারে, দেখার এখন সেটাই। এটিকে-মোহনবাগানের পরের ম্যাচ রবিবার কেরালার বিরুদ্ধে।

-Paradip Ghosh

Published by:Arka Deb
First published: