#কলকাতা: লকডাউনের মধ্যেই মোহনবাগান সমর্থকদের জন্য দারুণ খবর ৷ শুক্রবার ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী মরশুমে ‘এটিকে মোহনবাগান’ নাম নিয়ে খেলবে দল ৷ এদিন দলের নতুন লোগোও প্রকাশ করা হয় ৷ এটিকে-র নাম যুক্ত হলেও ক্লাবের লোগোয় বিশেষ পরিবর্তন করা হয়নি ৷ থাকছে পালতোলা নৌকাই ৷
এটিকে-র ডানা-যুক্ত সিংহের বদলে ঐতিহ্যবাহী পালতোলা নৌকাকেই স্থান দেওয়া হয়েছে ক্লাবের লোগোয় ৷ একই সঙ্গে জার্সির রংও সবুজ-মেরুন রাখতে সফল হয়েছেন বাগান কর্তারা।
১৩১ বছরের পুরনো ক্লাবের ঐতিহ্য বজায় রাখাটা ক্লাব কর্তাদের কাছে বরাবরই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ এটিকে-র সঙ্গে যুক্ত হওয়া মানেই জার্সির রং থেকে শুরু করে লোগো অনেক কিছুতেই বদল আসবে ৷ এমন আশঙ্কাই সমর্থকরা করছিলেন ৷ বাস্তবে কিন্তু তা ঘটেনি ৷ শতাব্দী প্রাচীণ ক্লাবের রং সবুজ-মেরুনই থাকছে ৷ থাকছে পালতোলা নৌকাও ৷