#কলকাতা : শেষ মুহূর্তের গোলে জয় এসেছে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট হাবাসের দলের। টেবিল টপে থাকা মুম্বই সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচ পয়েন্টে ধরে রাখা গিয়েছে।
টানা দুই ম্যাচ পর জয়ের হাইওয়েতে ফিরে এসেছেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামরা। আর এটাই স্বস্তি যোগাচ্ছে তিন বারের আইএসএল জয়ীদের। সাতের আইএসএলে এটিকে-মোহনবাগানের পরের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। ২৬ জানুয়ারির ম্যাচের আগে সবুজ-মেরুন শিবিরে কাঁটা বলতে এডু গার্সিয়া ও শুভাশিস বসুর চোট। গোড়ালির চোটে ভুগছেন এডু। শুভাশিসের হ্যামস্ট্রিংয়ের সমস্যা। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এই দুই ফুটবলারকে পাওয়া যাবে না ধরে নিয়েই প্ল্যান বি তৈরি করছেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস।
১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আটকে থাকলে কী হবে! সাতের আইএসএলে সাড়া জাগিয়ে শুরু করে ছিলেন মিগুয়েল মাচাডো, ইদ্রিসা সিলা খাসা কামারারা। আশুতোষ মেহতা, ভিপি সুহের, শুভাশিস রায় চৌধুরীদের পারফরম্যান্স নজর কেড়েছিল ফুটবল মহলের। দুরন্ত শুরু করার পরেও মাঝের পর্বে ব্যাড-প্যাচ চলছিল পাহাড়ি দলটার। টানা ৭ ম্যাচে জয় না পাওয়ার কারণে স্প্যানিশ কোচ জেরার্ড নাসকে বিদায় জানিয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড টিম ম্যানেজমেন্ট। খালিদ জামিল দলের দায়িত্ব নেওয়ার পর জয়ের হাইওয়েতে ফিরেছে জন আব্রাহামের নর্থ-ইস্ট। কলকাতায় কোচিং করানোর কারণে এটিকে-মোহনবাগান সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে খালিদের। নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাই তিন পয়েন্ট আদায় সহজ হবে না বলেই ধারণা ফুটবল বিশেষজ্ঞদের।
অন্যদিকে হাবাসের এটিকে-মোহনবাগানে বড় সমস্যা, আপফ্রন্টে একা হয়ে পড়ছেন রয় কৃষ্ণ। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ডেভিড উইলিয়ামস গোল পেলেও আগের ধারাবাহিকতার ধারে কাছে নেই অজি তারকা । নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চোটের কারণে আবার এডু গার্সিয়াকে পাবেন না কোচ হাবাস। ফলে প্রবীর দাস, মনবীর সিং, প্রীতম কোটালদের এবারের লড়াইটা খুব সহজ হবে না।
PARADIP GHOSH
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATK-Mohun Bagan, ISL, Mohun Bagan