#কলকাতা : সাতের আইএসএলে পয়েন্ট টেবিলের মগডালে চেপে বসার আরও একটা সুযোগ। মঙ্গল সন্ধ্যায় গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে আনতে পারলেই টেবিল শীর্ষে থাকা মুম্বই এফসির ঘাড়ে চেপে বসবে অ্যন্তোনিও লোপেজ হাবাসের এটিকে-মোহনবাগান। আর এই সুযোগেরই অপেক্ষায় যেন রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসরা।
১৫ ম্যাচে ৩০পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে মুম্বইয়ের পিছনে দুই নম্বরে সবুজ-মেরুন। চলতি আইএসএলে প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়ার পর মুম্বই এফসি-কে টপকে শীর্ষস্থানে থেকে লিগ পর্ব শেষ করাই লক্ষ্য স্প্যানিশ কোচের। মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩ পয়েন্টের জন্য ঝাঁপাবে এটিকে-মোহনবাগান। মার্সেলিনো দলে যোগ দেওয়ার পর ধারে ভারে হাবাসের দলের আপফ্রন্টের শক্তি অনেকটাই বেড়েছে। কেরালা ব্লাস্টার্স ও ওড়িশা এফসি-র বিরুদ্ধে বাগানের জয় সেটাই জানান দেয়।
মঙ্গলের ফাতোরদায় আরও একটা দ্বৈরথ। রয় কৃষ্ণ বনাম সুনীল ছেত্রী। এটিকে-মোহনবাগানের চিফ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস অবশ্য বলছেন,"সুনীল ছেত্রী এই মুহূর্তে ভারতের সেরা ফুটবলার। সেটা নিয়ে কোন সন্দেহ নেই। তবে ম্যাচটা সুনীলের বিরুদ্ধে নয়, বেঙ্গালুরুর বিরুদ্ধে।"
কার্ড সমস্যা কাটিয়ে বেঙ্গালুরু ম্যাচে হাবাসের প্রথম একাদশে ফিরছেন এটিকে মোহনবাগানের ইঞ্জিন কার্ল ম্যাক। এফসি গোয়া থেকে লেনি রডরিগুয়েজ আসার পর সচল হয়েছে সবুজ-মেরুনের মাঝমাঠ। শুধু মাত্র রয় কৃষ্ণ বনাম সুনীল ছেত্রীর দ্বৈরথ নয়, ভারতীয় ফুটবলে বহু আগে থেকেই মাঠের চৌহদ্দিতে বেঙ্গালুরু বনাম সবুজ-মেরুন মানেই তো টানটান লড়াই, রুদ্ধশ্বাস উত্তেজনা।
PARADIP GHOSH