#গোয়া: আগের ম্যাচে হার। হায়দারাবাদের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র। ঝড়ের গতিতে ছুটতে থাকা দলটার হঠাৎ কি হল? এটিকে মোহনবাগান কোচ হাবাস খুব একটা চিন্তিত নন। চোট আঘাত সমস্যা একটা বড় কারণ।
পাশাপাশি তিনি মনে করেন দল এখনও নিজেদের ফিটনেস এবং বোঝাপড়ার সেরা জায়গায় পৌঁছয়নি। ম্যাচ শেষে জানিয়েছেন, 'আমি মনে করি না দুটো ম্যাচ জিততে পারিনি বলে চিন্তিত হওয়ার কারণ আছে। উইলিয়ামস সবে ফিট হয়ে এসেছে। তিরির অল্প চোট আছে। জাভি দুই সপ্তাহ মাঠের বাইরে। ম্যাচে বিপক্ষ দলের বল দখল বেশি থাকলেও খেয়াল করে দেখবেন গোল করার সুযোগ আমরাই বেশি তৈরি করেছিলাম। কিছুটা কপাল, কিছুটা সুযোগ নষ্ট দাম দিতে হয়েছে। তবে আমি বিশ্বাস করি পরের ম্যাচ জিতে আবার নিজেদের চেনা ছন্দে ফিরে আসবে দল। মানবীর যেমন গোল করেছে, পেনাল্টি ওর জন্য হয়েছে। এতে ওর কোন দোষ দেখছি না। নিজের সবকিছু উজাড় করে দিচ্ছে ছেলেটা। আমি মনে করি এই মুহূর্তে দেশের সেরা স্ট্রাইকার মনবীর।'
পরের ম্যাচের আগে দিন চারেক সময় আছে। অনুশীলনের মাধ্যমে সবুজ মেরুন ফুটবলাররা নিজেদের ভুলভ্রান্তি শুধরে নিতে পারে কিনা সেটাই দেখার।
শুক্রবার ম্যাচে বারবার দেখা গিয়েছে এটিকে মোহনবাগানের ডান দিক থেকে যাবতীয় আক্রমণ হচ্ছে। চোট লেগে মাইকেল বেরিয়ে যাওয়ার পর আরেকটা প্রান্ত দিয়ে সেই গতি তুলে আনতে পারছেন না কেউ। মিডফিল্ডার মার্টিনস এখনও নড়বড়ে। তার উপর তিরি না থাকায় কার্ল ম্যাক হিউ ডিফেন্সে খেললেন। ফলে আক্রমণ তৈরীর ক্ষেত্রে আরোওপিছিয়ে পড়েছিল সবুজ মেরুন। এডু গার্সিয়া প্রচুর ভুল পাস করলেন। অতিরিক্ত আত্মবিশ্বাস নাকি অন্য কিছু সমস্যা। কোচ বলছেন একমাত্র অনুশীলন করেই ভুলভ্রান্তি ঠিক করা সম্ভব। একদিন বিশ্রাম। তার পর ফের শুরু হবে লড়াইয়ের প্রস্তুতি।
Rohan Roy Chowdhury