#কলকাতা: শুক্রবার কলকাতার মাঠে নামতে চলেছে ঘরের দল এটিকে ৷ মুখোমুখি হতে চলেছে দুই চ্যাম্পিয়ন দল। এটিকে এবং চেন্নাইন এফসি।
তবে দুই চ্যাম্পিয়ন দলই এবার অতীতের ছায়ামাত্র৷ বর্তমানে চার ম্যাচ খেলে এটিকের সংগ্রহ চার পয়েন্ট। যার মধ্যে দু-দুবার ঘরের মাঠে তারা বিপক্ষের কাছে পর্যদুস্ত হয়েছে। এদিকে চেন্নাইয়ের ঝোলায় মাত্র ১ পয়েন্ট ৷
দু‘ দলই তিন পয়েন্টের লক্ষ্যে নামবে ৷
কোচ কাপেলো এখনই ভেঙে পরতে নারাজ ৷ বেশ আশাবাদী বড় লিগে ঘুরে দাঁড়াবে এটিকে ৷ তিনি বলেছেন , ‘'অনেক দলই এক জায়গায় দাঁড়িয়ে আছে। বরং কিছু দল আরো খারাপ অবস্থায়। আমরা ভাল জায়গায় পৌছতে চাই। আর তাই জন্যে জয় দরকার। আর ভাল দল কিন্তু ঘরের ম্যাচ জেতে। আমাদেরও সেই চেস্টাই করতে হবে। ফ্যানেরাও খুব বিমর্ষ হয়ে আছে। ওদের সামনে ঘরের মাঠে জিততে চাই।'
Photo: ISL
চেন্নাই এই ম্যাচে নামার আগে সালোমকে দীর্ঘ সময় মাঠে রাখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। যুবভারতীতে কিন্তু জেজের প্রথম একাদশে ফেরার প্রবল সম্ভবনা রয়েছে। কারণ টেবিলে ঘুরে দাঁড়াতে গেলে এই সময় জয়ের খুব দরকার।
প্রাক্তন দুই চ্যাম্পিয়ন দলের এবারের কোচই ইংলিশ। যাদের লক্ষ্য তিন পয়েন্ট । দুই ইংরেজ কোচের মগজাস্ত্রের লড়াই দেখার জন্য যুবভারতী সেই লড়াইয়েরই প্রহর গুনছে।