#শিলিগুড়ি:বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখনও তৈরি হয়নি। তার আগেই অবশ্য পিছিয়ে সেলেকাওরা। মাঠে বল পড়ার আগে মাঠের বাইরে প্রথম রাউন্ডের লড়াইয়ে আপাতত এক গোলে এগিয়ে আর্জেন্টিনা।
শিলিগুড়িতে যেন একটুকরো বুয়েন্স আয়ার্স। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের দেওয়াল দখল আর্জেন্টিনা ফ্যানদের। দেওয়াল জুড়ে তুলির টানে ফুটে উঠছেন মেসি-মারাদোনারা। রং হাতে ভগবানের ছবি আঁকছেন ভক্তরাই।
মেসিদের কাপ জয়ের প্রার্থনায় পথে শিলিগুড়ির আর্জেন্টিনা সমর্থকরা। গালে নীল-সাদা রং। মাথায় প্রিয় দলের টুপি। গায়ে নীল সাদা জার্সি। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে মিছিল আর্জেন্টিনা ফ্যানদের। মুখে মেসিদের নামে জয়ধ্বনি।
আগেরবারে একটুর জন্য লক্ষ্যপূরণ হয়নি। এবারই হয়তো মেসির শেষ বিশ্বকাপ। শেষবারের মত মরণ কামড় দিতে চাইবেন লিও, জানেন সমর্থকরা। তাই মেসির উপরই ভরসা আর্জেন্টিনা সমর্থকদের ৷
তবে শুধু মেসি নন, ফুটবল এগারো জনের খেলা। মেসি ব্যর্থ হলেও মাসচেরেনো, হিগুয়েন, আগুয়েরোরা তো আছেন। তাই বিশ্বকাপ জয় শুধুই সময়ের অপেক্ষা, মনে করছেন তাঁরা।
এগিয়ে গেছে আর্জেন্টিনা। শুনেই তোড়জোড় শুরু শিলিগুড়ির নেইমার ব্রিগেডের। প্রথমার্ধেই গোলশোধ করতে হবে যে। তার আগে অবশ্য লিড ধরে রাখাই লক্ষ্য শিলিগুড়ির আলবিসিলেস্তে ফ্যানদের।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।