#কলকাতা: করোনার জেরে অসমাপ্ত অবস্হায় ফুটবল মরশুম শেষ করার সিদ্ধান্ত নিতে হয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। ফের এই দেশে ফুটবল ফেরানোর ভাবনা শুরু এআইএফএফ-র। বুধবার ফেডারেশনের এগজিকিউটিভ কমিটির সভায় সর্বসম্মত ভাবেই পাশ হয়ে গেল একগুচ্ছ প্রস্তাব। ক্রীড়ামন্ত্রকের অনুমতি পেলে সেপ্টেম্বর মাসে শিলংয়ে ফুটসল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। ফুটসল টুর্নামেন্ট দিয়েই ভারতে ফের ফুটবল ফেরানোর উদ্যোগ নিচ্ছে এআইএফএফ। আই লিগ ও আইএসএলের ক্লাবগুলো অংশ নেবে এই ফুটসল টুর্নামেন্টে।
পরের মরশুমে দল বাড়ছে আই লিগে। আই লিগ হতে চলেছে ১২ দলের। মোহনবাগান আইএসএলে চলে যাওয়ায় তাদের পরিবর্তে বিজ্ঞাপন দিয়ে আই লিগে নতুন দল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফের এগজিকিউটিভ কমিটি। একটি দল নেওয়া হবে দ্বিতীয় ডিভিশন থেকে। করোনার জেরে ২০১৯-২০ মরশুমে আই লিগের দ্বিতীয় ডিভিশন শেষ করতে পারেনি ফেডারেশন। আসন্ন মরশুমের শুরুতেই তাই দ্বিতীয় ডিভিশন ক্লাব গুলিকে নিয়ে লিগ কাম নক-আউট টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। ওই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে আই লিগে খেলার সুযোগ দেওয়া হবে।
এদিনের এগজিকিউটিভ কমিটির সভায় কমিয়ে দেওয়া হলো আই লিগে বিদেশি ফুটবলারের সংখ্যা৷ পাঁচ জনের পরিবর্তে এবার থেকে চারজন বিদেশিকে সই করাতে পারবে ক্লাবগুলো। চার জনের মধ্যে একজন এশীয় কোটার ফুটবলার হওয়া বাধ্যতামূলক।
মোহনবাগানের পর ইস্টবেঙ্গলও আইএসএল খেলার চেষ্টায় রয়েছে। তবে আপাতত ইস্টবেঙ্গল আই লিগে খেলবে ধরে নিয়েই বুধবার আগামী মরশুমের ব্লু-প্রিন্ট তৈরি করেন ফেডারেশন কর্তারা। ইস্টবেঙ্গল শেষপর্যন্ত আইএসএল খেললে ফেডারেশনকে আরও একবার নতুন করে সাজাতে হবে আই লিগের পরিকাঠামো।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।