#নয়া দিল্লি: অনুর্ধ্ব ১৬ ভারতীয় ফুটবল দলের তাজাকিস্তান সফর বাতিল করল এআইএফএফ৷ মূলত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণেই এই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফুটবল পরিচালন সংস্থা৷
অনুর্ধ্ব ১৬, যাঁরা বর্তমানে অনুর্ধ্ব ১৫ ভারতীয় দল হিসাবে সাফ চ্যাম্পিয়ন তাঁদের তাজাকিস্তানে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল৷ প্রথম খেলাটি হওয়ার কথা ছিল ৫ মার্চ৷ অন্যদিকে, তাজাকিস্তানও বর্তমানে এএফসি অনুর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের রানার আপ৷
ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে যে ইমেল করে তাজাকিস্তানকে পাঠানো হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘তাজাকিস্তান সরকারের নির্দেশ অনুসারে ভারত সহ ৩৫টি দেশের মানুষ সে দেশে যেতে পারেন না৷ তাই ভারত এই সফর বাতিল করতে বাধ্য হচ্ছে৷’ জাতীয় দলের ডিরেক্টর অভিষেক যাদব জানিয়েছেন, ‘আমরা ঘটনার দিকে নজর রাখছি৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Tajakistan, U16 football team