হোম /খবর /ফুটবল /
করোনা আতঙ্কে অনুর্ধ্ব ১৬ ফুটবল দলের তাজাকিস্তান সফর বাতিল করল এআইএফএফ

করোনা আতঙ্কে অনুর্ধ্ব ১৬ ফুটবল দলের তাজাকিস্তান সফর বাতিল করল এআইএফএফ

অনুর্ধ্ব ১৬, যাঁরা বর্তমানে অনুর্ধ্ব ১৫ ভারতীয় দল হিসাবে সাফ চ্যাম্পিয়ন তাঁদের তাজাকিস্তানে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল৷

  • Last Updated :
  • Share this:

#নয়া দিল্লি: অনুর্ধ্ব ১৬ ভারতীয় ফুটবল দলের তাজাকিস্তান সফর বাতিল করল এআইএফএফ৷ মূলত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণেই এই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফুটবল পরিচালন সংস্থা৷

অনুর্ধ্ব ১৬, যাঁরা বর্তমানে অনুর্ধ্ব ১৫ ভারতীয় দল হিসাবে সাফ চ্যাম্পিয়ন তাঁদের তাজাকিস্তানে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল৷ প্রথম খেলাটি হওয়ার কথা ছিল ৫ মার্চ৷ অন্যদিকে, তাজাকিস্তানও বর্তমানে এএফসি অনুর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের রানার আপ৷

ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে যে ইমেল করে তাজাকিস্তানকে পাঠানো হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘তাজাকিস্তান সরকারের নির্দেশ অনুসারে ভারত সহ ৩৫টি দেশের মানুষ সে দেশে যেতে পারেন না৷ তাই ভারত এই সফর বাতিল করতে বাধ্য হচ্ছে৷’ জাতীয় দলের ডিরেক্টর অভিষেক যাদব জানিয়েছেন, ‘আমরা ঘটনার দিকে নজর রাখছি৷’

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Corona, Tajakistan, U16 football team