corona virus btn
corona virus btn
Loading

চেলসিতে মজেছেন অভিষেক বচ্চন, মুম্বইয়ে ‘ব্লুজ’দের ট্যালেন্ট হান্টে কী করলেন তিনি ?

চেলসিতে মজেছেন অভিষেক বচ্চন, মুম্বইয়ে ‘ব্লুজ’দের ট্যালেন্ট হান্টে কী করলেন তিনি ?
Photo Courtesy: Chelsea TV

চেলসির ডাই হার্ড ফ্যান তিনি। ব্লুজের খেলা হলেই টিভির সামনে বসে পড়েন।

  • Share this:
#মুম্বই:  চেলসির ডাই হার্ড ফ্যান তিনি। ‘ব্লুজ’দের খেলা হলেই টিভির সামনে বসে পড়েন। স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে দেখে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির খেলা। এখন যখন চেলসি মুম্বইয়ে ট্যালেন্ট হান্ট করছে, তখন অভিষেক বচ্চন না এসে পারেন কী করে। মুম্বইয়ে ছোটদের অনুশীলনে হাজির হয়েছিলেন জুনিয়র বচ্চন। খেললেন আর চেলসি অফিসিয়ালদের সঙ্গে ছবিও তুললেন।
আপাতত তিনি মজেছেন চেলসি প্রেমে। এবারেও চেলসি প্রিমিয়ার লিগ পাবে বলেই আশাবাদী তিনি।
কোনও শুটিং ফ্লোর নয়, সিনেমার চেয়ে অভিষেক এখন বেশি মজেছেন ফুটবলে। বরাবরই তিনি চেলসির ফ্যান। এবার যখন চেলসি তাঁদের ট্যালেন্ট হান্ট করতে এসেছে মুম্বইয়ের। তখন বাড়িতে কী করে বসে থাকেন তিনি। সকালবেলাতেই তিনি মাঠে হাজির। ব্লুজের অফিশিয়ালদের সঙ্গে মিট করে ফুটবল খেলায় মাতলেন।
৪০ জন স্থানীয় ছেলেদের মধ্যে থেকে সেরা ফুটবলার বাছাই করছিলেন চেলসি অফিশিয়ালরা ৷ তাঁদের সঙ্গে কথা বলে আপ্লুত অভিষেক। ছবিও তুললেন ইপিএল ট্রফির সামনে।
নিজের আগামী ছবি নিয়ে খুব একটা কথা বলতে চাইলেন না জুনিয়র বচ্চন। আপাতত তিনি মজেছেন চেলসি প্রেমে। এবারেও চেলসি প্রিমিয়ার লিগ পাবে বলেই আশাবাদী তিনি।
  1508675325689

First published: October 23, 2017, 4:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर