#বার্মিংহ্যাম: রোহিত-কোহলিরা যখন ব্যাট করছিলেন, তখন ভারতের রান সাড়ে তিনশো পেরিয়ে যাবে বলে মনে হচ্ছিল ৷ কিন্তু সেটা হল না, মিডল অর্ডারের বাকিদের ব্যর্থতার জন্যই ৷ ঋষভ পন্থ (৪৮) এবং ধোনি (৩৫) রান পেলেও সঠিক সময় তাঁদের প্যাভিলিয়ানে ফেরাতে সফল বাংলাদেশি ব্যাটসম্যানরা ৷
Brilliant bowling from Mustafizur Rahman! #RiseOfTheTigers | #BANvIND | #CWC19 pic.twitter.com/ClzOoRIJHg
— Cricket World Cup (@cricketworldcup) July 2, 2019
বাংলাদেশি পেসারদের মধ্যে আলাদা করে বলতেই হবে মুস্তাফিজুর রহমানের কথা ৷ এদিন ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি ৷ শেষ ওভারে ধোনি, শামিদের আউট করে ৩১৪ রানের মধ্যেই বেঁধে রাখলেন ভারতের ইনিংসকে ৷
India finish on 314/9! A five-wicket haul from Mustafizur Rahman helped Bangladesh fight back after India got off to a dream start at Edgbaston.#CWC19 | #BANvIND pic.twitter.com/0yh3o99jmW — ICC (@ICC) July 2, 2019