• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • Vamika: কোহলি-অনুষ্কার মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে, একেবারে বাবার মতো দেখতে ভামিকা

Vamika: কোহলি-অনুষ্কার মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে, একেবারে বাবার মতো দেখতে ভামিকা

অনুষ্কার কোলে ছোট্ট ভামিকা।

অনুষ্কার কোলে ছোট্ট ভামিকা।

অনুষ্কার কোলে ছোট্ট ভামিকা।

 • Share this:
  এখনও পর্যন্ত নিজেদের মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি তাঁরা। বিরাট কোহলি সাফ জানিয়েছেন, আপাতত মেয়ে ভামিকার ছবি তিনি বা তাঁর স্ত্রী অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। তাই বলে কি ভক্তরা ভামিকাকে এক ঝলক দেখতে পাবেন না! এখনও পর্যন্ত নিজেদের মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি তাঁরা। বিরাট কোহলি সাফ জানিয়েছেন, আপাতত মেয়ে ভামিকার ছবি তিনি বা তাঁর স্ত্রী অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। তাই বলে কি ভক্তরা ভামিকাকে এক ঝলক দেখতে পাবেন না! কোহলি আপাতত ICC World Test Championship Final-এর প্রস্তুতিতে ব্যস্ত। স্ত্রী অনুষ্কাকে নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন বিলেতে। ইংল্যান্ড রওনা হওয়ার আগে বিরুষ্কাকে দেখা গিয়েছিল বিমানবন্দরে। অনুষ্কার কোলে ছিল ছোট্ট ভামিকা। আর তখনই তার এক ঝলক দেখা যায়। কোহলি আপাতত ICC World Test Championship Final-এর প্রস্তুতিতে ব্যস্ত। স্ত্রী অনুষ্কাকে নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন বিলেতে। ইংল্যান্ড রওনা হওয়ার আগে বিরুষ্কাকে দেখা গিয়েছিল বিমানবন্দরে। অনুষ্কার কোলে ছিল ছোট্ট ভামিকা। আর তখনই তার এক ঝলক দেখা যায়। পাপারাত্জিরা ভামিকার ছবি তোলে। তোয়ালে মোড়ানো ভামিকার এক ঝলক দেখা যায়। আর তাতেই অনেকে বলছেন, কোহলির ছোটবেলার সঙ্গে অনেক মিল রয়েছে। পাপারাত্জিরা ভামিকার ছবি তোলে। তোয়ালে মোড়ানো ভামিকার এক ঝলক দেখা যায়। আর তাতেই অনেকে বলছেন, কোহলির ছোটবেলার সঙ্গে অনেক মিল রয়েছে। ইতিমধ্যে কোহলির ছোটবেলার একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছোটবেলার বিরাটের সঙ্গে তাঁর মেয়ে ভামিকার মুখের অনেক মিল রয়েছে বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যে কোহলির ছোটবেলার একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছোটবেলার বিরাটের সঙ্গে তাঁর মেয়ে ভামিকার মুখের অনেক মিল রয়েছে বলে মনে করছেন অনেকে। কোহলি কিছুদিন আগে এক ভক্তের প্রশ্নের উত্তরে বলেছিলেন, তাঁর মেয়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অবগত হলেই একমাত্র ভামিকার ছবি পোস্ট করা হবে। কোহলি ও অনুষ্কা, দুজনেই মেয়েকে প্রচারের আড়ালে রেখে বড় করতে চাইছেন। কোহলি কিছুদিন আগে এক ভক্তের প্রশ্নের উত্তরে বলেছিলেন, তাঁর মেয়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে অবগত হলেই একমাত্র ভামিকার ছবি পোস্ট করা হবে। কোহলি ও অনুষ্কা, দুজনেই মেয়েকে প্রচারের আড়ালে রেখে বড় করতে চাইছেন।
  Published by:Suman Majumder
  First published: