#কলকাতা: এমনিতেই সময়টা ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গল ক্লাবের। মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন সমস্যায় জেরবার ক্লাব। এরই মধ্যে মঙ্গলবার বিকেলের দিকে লাল-হলুদ ক্লাবে আগুন লাগায় আতঙ্ক ছড়ায়।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলের দিকে শতাব্দী প্রাচীন ক্লাবে আগুন লাগে। আগুনের খবরে চাঞ্চল্য ছড়ায়। সেই সময় ক্লাবে উপস্থিত সদস্যরা আগুন নেভাতে উদ্যোগ নেন। পাশাপাশি স্থানীয় অনেকেই আগুন নেভানোর কাজে হাত লাগান।
আরও পড়ুন- আজ বিশ্বকাপের টিকিট পেতে মাঠে মরে যেতে রাজি রোনাল্ডো, দিলেন বার্তা
সময় মতো খবর দেওয়া হয়েছিল দমকলকেন্দ্রে। তবে আগুন বড় আকার ধারণ করেনি। জানা গিয়েছে, ইস্ট বেঙ্গল ক্লাবের পাশে ফিডার বক্সে ফ্ল্যাশ হয়েছিল। সেখান থেকেই আগুনের আতঙ্ক। তবে সেটা দমকল যাওয়ার আগে নিভে যায়। সেভাবে বড় কোনও সমস্যাই তৈরি হয়নি বলে দমকল সূত্রের খবর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal, East Bengal Club, Fire