#দোহা: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই। তারকা খোচিত প্রতিযোগিতার হট ফেভারিট দলের বিরুদ্ধে প্রথম ৪৫ মিনিটে সমানে সমানে টক্কর দিল ক্রোটরা। তিতের দলের আক্রমণ বিভাগকে শুধু রুখে দেওয়াই নয়, সুযোগ বুঝে পাল্টা আক্রমণেও গেল জ্লাটকো ডালিচের দল। আক্রমণ প্রতিআক্রমণে খেলা চললেও ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হল গোলশূন্যভাবে।
এদিন গত ম্যাচের প্রথম একাদশ কেই মাঠে নামাম ব্রাজিল কোচ তিতে। অপরদিকে, একই দল নিয়ে মাঠে নামেন ক্রোটরা। প্রথম থেকেই দুই দল বল ধরে খেলার রণনীতি নেয়। প্রতিপক্ষকে বুঝে নিয়ে, রক্ষণকে শক্তশালী করে আক্রমণে যাওয়ার চেষ্টা করে ব্রাজিল ও ক্রোশেশিয়া। ম্যাচের প্রথমার্ধে প্রথম গোলমুখী শট নেয় ব্রাজিল। এরপর দুই দলই েবশ কিছু আক্রমণ গড়ে তোলে কিন্তু কাঙ্খিত গোল আসেনি।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোল হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছায় ব্রাজিল। প্রি কোয়ার্টারে ব্রাজিল ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি এশীয় দেশটি। অপরদিকে, জাপানকে হারিয়ে শেষ আটে পৌছেছিল ক্রোটরা। নির্ধরিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও খেলার রেজাল্ট না আসায় টাইব্রেকারে জাপানে হারিয়েছিল ক্রোট। এবার কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপের প্রথম সেমি সেমিফাইনালিস্ট পাওয়ার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brazil, Croatia, Fifa world Cup 2022, Qatar World Cup 2022