হোম /খবর /খেলা /
আক্রমণই অস্ত্র ব্রাজিলের, নেইমারদের স্বপ্নভঙ্গ করতে নতুন ছক ক্রোট কোচের

আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র ব্রাজিলের, নেইমারদের স্বপ্নভঙ্গ করতে নতুন ছক ক্রোট কোচের

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। মদ্রিচদের হারিয়ে সেমিতে পৌছানোর বিষয়ে আত্মবিশ্বাসী নেইমাররা। তিতের দলকে সমীহ করলে রুখে দিতে প্রস্তুত ক্রোটরা।

  • Share this:

#দোহা: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সাম্বা ঝড় বুঝিয়ে দিয়েছে যে হেক্সা জয়ই একমাত্র তাদের পাখির চোখ। নেইমার দলে আসতেই বদলে গিয়েছে দলটার শরীরী ভাষাও। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ৫ বারের বিশ্ব জয়ী দলের সামনে গতবারের রানার্স ক্রোয়েশিয়া। ধারে-ভারে ক্রোটদের থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও টানা দ্বিতীয়বার সেমি ফাইনালে ওঠার লক্ষ্যে ও ব্রাজিলের বিরুদ্ধে সমানে সমানে লড়াই দিতে প্রস্তুত জ্লাটকো ডালিচের দল।

কোয়ার্টার ফাইনালে নামার আগে অনুশীলনে ব্রাজিল দলকে খুবই চনমনে দেখিয়ছে। চোট সারিয়ে রক্ষণে দানিলো ও অ্যাটাকে নেইমারের ফেরা আত্মবিশ্বাসী আকাশ সমান করে দিয়েছে সাম্বা ব্রিগেডের। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যে অ্যাটাকিং ফুটবলটা খেলেছে ব্রাজিল তা ধরে রাখতে পারলে যে জয় পেতে খুব একটা অসুবিধা হবে না বলেই জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

তবে ক্রোটদের রক্ষণাত্মক ফুটবল ও ম্যাচ টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কৌশল নিয়ে একটু চিন্তায় রয়েছে নেইমারদের হেডস্যার। ম্যাচের আগে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন ব্রাজিল কোচ। তিনি জানিয়েছেন,'ওদের টেকনিক্যাল জ্ঞান অনেক ভাল। ব্যক্তিগত নৈপুণ্য রয়েছে। ধৈর্য রাখতে পারেন এবং উচ্চ পর্যায়ে খেলার জন্য যেটা দরকার সেটা রয়েছে। তবে আমরা আগের ম্যাচে যে ভাবে খেলেছি, সেটাই বজায় রাখতে চাই। যারা ভাল খেলবে তারাই জিতবে।'

আরও পড়ুনঃ মারাত্মক কৌশল নিচ্ছে নেদারল্যান্ডস, ফাঁদে পা দিলেই স্বপ্নভঙ্গ হতে পারে আর্জেন্টিনার

অপরদিকে, জাপানের বিরুদ্ধে টাইব্রেকারে জিতে শেষ আটে পৌছালেও ব্রাজিলের বিরুদ্ধে যে লুকা মদ্রিচ, ব্রোজোভিচদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে তা মানছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো ডালিচ। অনুশীলনে ব্রাজিলের শক্তিশালী অ্যাটাকি লাইনকে রুখতে আলাদা পরিকল্পনাও তৈরি করেছেন তিনি। ক্লোজ ডোর অনুশীলন করিয়েছেন দলকে।

ম্যাচের আগে জ্লাটকো ডালিচ বলেছেন, 'টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিল। কারণ ব্রাজিল ফুটবল খেলতে ভালোবাসে। আমরা যদি বাস্তবতার কথা চিন্তা করি, তা হলে ব্রাজিল এ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তাদের হাতে দারুণ সব অপশন রয়েছে। দুর্দান্ত একটা স্কোয়াড আছে ওদের, যা ভীতিকর। ফলে আমাদের জন্য এটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।' তবে তার দল যে সর্বস্ব দিয়ে এই ম্যাচে ঝাঁপাবে তা জানিয়েছে ক্রোট কোচ।

Published by:Sudip Paul
First published:

Tags: Brazil, Croatia, Fifa world Cup 2022, Neymar, Qatar World Cup 2022