হোম /খবর /খেলা /
কোয়ার্টার ফাইনালে নামার আগে হুঙ্কার নেইমারের, কী বললেন ব্রাজিল তারকা

কোয়ার্টার ফাইনালে নামার আগে হুঙ্কার নেইমারের, কী বললেন ব্রাজিল তারকা

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। মদ্রিচদের হারিয়ে সেমিতে পৌছানোর বিষয়ে আত্মবিশ্বাসী নেইমাররা। তিতের দলকে সমীহ করলে রুখে দিতে প্রস্তুত ক্রোটরা।

  • Share this:

#দোহাঃ দক্ষিণ কোরিয়াকে সাম্বা ঝড়ে বিধ্বস্ত করা এখন অতীত। তবে শুক্রবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামের আগে সেই ঝড় ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল দলের সেরা তারকা নেইমার জুনিয়র। চোট সারিয়ে দক্ষিণ কোরিয়ারের বিরুদ্ধে স্বমেজাজে ফিরেছেন নেইমার। দুরন্ত ফুটবল খেলার পাশাপাশি গোলও পেয়েছেন পিএসজি তারকা। এবার কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় ঘোষণা করলেন নেইমার। হুঙ্কারও বলা চলে।

ক্রোটদের বিরুদ্ধে নামার আগে ফিফা-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। সেখানে সরাসর জানিয়ে দিয়েছেন শুধু কোয়ার্টার ফাইনাল জেতা নয়, তার ও ব্রাজিল দলের এখন পাখির চোখ বিশ্বকাপ জয়। ওই সাক্ষাৎকারে নেইমার বলেছেন,'প্রতিযোগিতায় আরও এগিয়ে যাওয়ার সময় এসেছে। অবশ্যই, আমরা শিরোপা জয় নিয়ে স্বপ্ন দেখছি। কিন্তু আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আমাদের চতুর্থ ম্যাচ ছিল। আমাদের তিনটি ম্যাচ এখনও বাকি রয়েছে। আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি।'

আরও পড়ুনঃ ডাচদের বিরুদ্ধে কী আর্জেন্টিনার 'স্পেশাল প্ল্যান', 'ফাঁস' করলেন মেসির সতীর্থ

প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে নামার আগে অনুশীলনে ব্রাজিল দলকে খুবই চনমনে দেখিয়ছে। চোট সারিয়ে রক্ষণে দানিলো ও অ্যাটাকে নেইমারের ফেরা আত্মবিশ্বাসী আকাশ সমান করে দিয়েছে সাম্বা ব্রিগেডের। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যে অ্যাটাকিং ফুটবলটা খেলেছে ব্রাজিল তা ধরে রাখতে পারলে যে জয় পেতে খুব একটা অসুবিধা হবে না বলেই জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে। তবে প্রতিপক্ষ দলের জন্য সমীহেপর সুরও শোনা গিয়েছে ব্রাজিল কোচ ও নেইমারের মুখে।

Published by:Sudip Paul
First published:

Tags: Brazil, Croatia, Fifa world Cup 2022, Neymar, Qatar World Cup 2022