হোম /খবর /খেলা /
ব্রাজিলের বিরুদ্ধে হারার আগে হার না মানার মন্ত্রই শক্তি ক্রোয়েশিয়ার

শিল্প বনাম শক্তির লড়াই, ব্রাজিলের শেষ ৪ বিশ্বকাপের পরিসংখ্যান ও হারার আগে হার না মানার মন্ত্রই শক্তি ক্রোটদের

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। মদ্রিচদের হারিয়ে সেমিতে পৌছানোর বিষয়ে আত্মবিশ্বাসী নেইমাররা। তিতের দলকে সমীহ করলে রুখে দিতে প্রস্তুত ক্রোটরা।

  • Share this:

#দোহা: সামনে বিশ্বকাপের সবথেকে ফেভারিট দল। ফিফা ক্রমতালিকায় ১ নম্বর দলও বটে। তারওপর দক্ষিণ কোরিয়া ম্যাচে কাতারের সবুজ ঘাসে যে ফুল ফুঁটিয়েছেন নেইমার, রিচার্লিসনরা, তাতে বিশেষজ্ঞরাও বলছেন এই ব্রাজিলকে আটকানো কার্যত অসম্ভব। তবু আশায় বুক বাঁধছে ক্রোট শিবির। অঘটনের বিশ্বকাপে আরও একটা অঘটন ঘটাতে চান লুকা মদরিচরা।

এক অদ্ভুত পরিসংখ্যান ক্রোয়েশিয়ার শিবিরের ভরসার আলো জ্বালছে। জার্মানিকে হারিয়ে ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে হওয়া সব ওয়ার্ল্ডকাপেই নক আউট পর্বে ইউরোপের দেশের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ‌২০০৬ সালে ফ্রান্স। ২০১০ এ নেদারল্যান্ড, ২০১৪ তে জার্মানি, ২০১৮ তে সেলেকাওদের দৌড় থামিয়ে দিয়েছিল বেলজিয়াম। এবারও ইউরোপের ক্রোয়েশিয়ার আশা, ইতিহাস যেন ব্রাজিলের পক্ষে না বদলায়।

চার বছর আগে রাশিয়ায় ফাইনালে তীরে এসে তরী ডুবেছিল ক্রোয়েশিয়ার। ফ্রান্সের কাছে ৪-২ গোলের ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্রোটদের। সেই ক্ষত ঢাকতে এবার বিশ্বকাপটা ছুঁতে চাইছেন ক্রোট যোদ্ধারা। ২০১৮ বিশ্বকাপের দল থেকে এবার অনেক বদল এনেছেন কোচ দালিচ জ্লাতকো দালিচ। পেরিসিচ, মদরিচদের আমার সাথে যুক্ত হয়েছে বেশ কয়েকটি তরতাজ তরুণ রক্ত।  ৪-৩-৩ ফরমেশন দল সাজাচ্ছেন কোচ দালিচ।

শেষবার বিশ্বকাপ খেলতে নামা লুকা মদরিচ, পেরিসিচদের জন্য নিজেদের উজাড় করে দিতে মরিয়া সোসা, কোভাসিচ, লিভিজা, ক্যামারিচরা। রাউন্ড অফ সিক্সটিনে নকআউটে জাপানিদের টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন ক্রোটরা।গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের হাত জাপানিদের বিরুদ্ধে মান রক্ষা করেছে ক্রোয়েশিয়ার। তবে জাপানকে ১২০ মিনিটের মধ্যে হারাতে না পারলেও দলের পারফরমেন্সে কোচ জ্লাতকো দালিচ খুশি ছিলেন।

আসলে দলের উপর বাড়তি চাপ তৈরি করতে নারাজ ক্রোটদের হেডস্যার। দলের ওপর স্নায়ুর চাপ কাটাতে প্রতিপক্ষ ব্রাজিলকে ম্যাচের আগেই এগিয়ে রাখছেন তিনি। তবে নিজেদের দলকে নিয়ে একটুও আত্মবিশ্বাস হারাননি দালিচ। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে তাঁর দল, দৃঢ় বিশ্বাস নিয়ে জানিয়েও দিচ্ছেন দালিচ। ফুটবলাররা মানসিক ভাবে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি, ঘোষণা ক্রোট কোচের।

অাটোসাঁটো ডিফেন্স করে ব্রাজিলের সাম্বা ঝড় সামলে কাউন্টার অ্যাটাকে আক্রমণ করতে চান তিনি। ক্রোট শিবিরে ভরসা লুকা মদরিচের নেতৃত্বে তৈরি মাঝমাঠ। টেকনিক্যাল এবং ফিজিক্যাল গেমে বাজিমাতে মরিয়া ক্রোয়েশিয়া। দলের উদ্দেশ্যে কোচের স্পষ্ট বার্তা, দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের মতো অত খেলার জায়গা দেওয়া যাবে না সেলেকাওরদের। নেইমারদের পায়ে বল পরলেই দ্রুত কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ হানো। কারণ টুর্নামেন্টে এখনো সেভাবে পরীক্ষিত না হওয়া ব্রাজিল রক্ষণে চাপ সৃষ্টি করলে ফাটলের সম্ভাবনা প্রবল। ক্যামেরুন আর কোরিয়া ম্যাচে তিতের দলের গোল খাওয়া থেকে সেটা স্পষ্ট।

আরও পড়ুনঃ ডাচদের বিরুদ্ধে কী আর্জেন্টিনার 'স্পেশাল প্ল্যান', 'ফাঁস' করলেন মেসির সতীর্থ

ক্রোয়েশিয়ার আক্রমণ ভাগের ফুটবলারদের উচ্চতা অনেকটা ভালো। তাই লং বলে আক্রমণ করার পরিকল্পনা। থ্রো কিংবা সেট পিস থেকে হেডের অ্যাডভান্টেজ নিতে চাইছে ক্রোয়েশিয়া শিবির। তবে ব্রাজিল ম্যাচের আগে ক্রোয়েশিয়া শিবিরে তারা করছে পরিসংখ্যানের আতঙ্ক। ‌ আজ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দেশ। একবারও জিততে পারেনি ক্রোয়েশিয়া। তিনবার জিতেছে ব্রাজিল, একবার ড্র।

এরমধ্যে বিশ্বকাপের মঞ্চে দুইবার দেখা হয়েছে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার। ২০০৬ এবং ২০১৪ বিশ্বকাপে এই দুই দল একই গ্রুপে ছিল। ২০০৬ সালে এক শূন্য গোলে জেতে ব্রাজিল। আট বছর পর ৩-১ গোলে জয়ের ম্যাচে নেইমারের জোড়া গোল ছিল। তবুও ব্রাজিল আতঙ্কের মাঝেই নয়া রূপকথা লিখতে তৈরি ক্রোয়েশিয়া। মন্ত্র একটাই- হারার আগে হারবো না। এক মুহূর্ত নেইমারদের জমি ছাড়বো না।

Published by:Sudip Paul
First published:

Tags: Brazil, Croatia, Fifa world Cup 2022, Qatar World Cup 2022