#দোহা: চোট সারিয়ে দলে ফিরেছেন নেইমার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দলে ফিরেই পেনাল্টি থেকে গোলও পেয়েছেন ব্রাজিল দলের সেরা তারকা। পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেেন দলের অপর তারকা দানিলো। প্রি কোয়ার্টারে দলের রক্ষণকে ভরসা দিয়েছেন তিনি। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মেগা কোয়ার্টার ফাইনালে নামার আগে চোট সমস্যা থেকে পুরোপুরি চিন্তামু্ক্ত হতে পারলেন না তিতে।
ব্রাজিল দলের ডিফেন্সের অন্যতম সেরা অস্ত্র অ্যালেক্স সান্ড্রো কিন্তু এখনও পুরোপুরি চোট মুক্ত হতে পারেননি। গ্রুপ পর্বে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি। নেইমার, দানিলোও সুস্থ হলেও তার চোট এখনও সারেনি। ফলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তার না খেলার সম্ভাবনাই বেশি। তিতের পরিকল্পনায় অ্যালেক্স সান্ড্রো তিতের প্রথম একাদশের প্লেয়ার ছিলেন। কিন্তু সেই জায়গায় এখন মিলিটাও খেলছেন।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে নামার আগে অ্যালেক্স সান্ড্রোর চোট নিয়ে ব্রাজিল কোচ তিতে বলেছেন,'সান্ড্রোর যা পরিস্থিতি, তাতে খেলার সম্ভাবনা প্রায় নেই। ওর চোটের ধরনটা একটু আলাদা। আরও একটু সময় লাগবে। দলের চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। ফিজিয়োথেরাপি করা হচ্ছে। ম্যাচের কয়েক ঘণ্টা আগে পর্যন্ত আমি অপেক্ষা করব।' তবে সেই জায়গায় মিলিটও যেভাবে পারফর্ম করছেন তাতে খুশি সাম্বা ব্রিগেডের হেডস্যার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brazil, Croatia, Fifa world Cup 2022, Injury