হোম /খবর /খেলা /
মেসি ম্যাজিক না ভ্যান গালের মগজাস্ত্র, বিশ্বকাপে আজ দুই পুরোনো 'শত্রুর' মহারণ

মেসি ম্যাজিক না ভ্যান গালের মগজাস্ত্র, বিশ্বকাপে আজ দুই পুরোনো 'শত্রুর' মহারণ

শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। মেগা ম্যাচের ঘিরে বিশ্ব জুড়ে চড়ছে পারদ। বিশ্বকাপে বরাবর ডাচরা মেসিদের শক্ত গাঁট। জয় পেতে মরিয়া মেসিরা।

  • Share this:

#দোহা: বিশ্বকাপের শুক্রবার জোড়া কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই পুরোনো প্রতীদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। এখনও পর্যন্ত এই বিশ্বকাপের যে এটাউ থেকে সবথেক বেশি হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে বলাই যায়। একদিকে ম্যাচের আগেই 'বদলার' বার্তা দিয়েছেন ডাচ কোচ লুই ভ্যান গাল। অপরদিকে, সোনালী ট্রফি জয়ের স্বপ্নপূরণের লক্ষ্যে মাঠেই জবাব দিতে প্রস্তুত লিওনেল মেসির দল।

কাতারে প্রথম ম্যাচে হারের পর যেভাবে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়িয়েছে মেসির তা এককথায় অনবদ্য। স্কালোনির দল যে এখন শুধু মেসি-দি মারিয়া নির্ভর নয় সেটাও প্রমাণ হয়েছে। জুলিয়া আলভারেজ, দি পল, এনজো ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টারদের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। ফলে মেসি দলের নিউক্লিয়াস হলেও তাকে সাপোর্ট দিয়ে ৩৬ বছরের খরা কাটানোই এখন লক্ষ্য নীল-সাদা ব্রিগেডের।

মেসি ও বিশ্বজয় এর মাঝে এখন সবথেরে বড় বাধা ডাচরা। বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডস বরাবরু শক্ত গাঁট আর্জেন্টিনার কাছে। এইবারের তারুণ্যে ভরপুর ভ্যান গালের দল নিয়ে বাড়তি সতর্ক স্কালোনি। গ্যাকপো, ডিপায়স ডামফ্রিস, ব্লিন্দরা যে কোনও রক্ষণকে বিপদে ফেলে দিতে পারেতা ভালো করেই জানেনন আর্জেন্টিনা কোচ। তাই ক্লোজ ডোর অনুশীলনে অরেঞ্জ ব্রিগেডের বিরুদ্ধে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক সবরকম রণনীতি তৈরি করে রেখেছেন স্কালোনি।

তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে আর্জেন্টিনা কোচকে একটু হলেও ভাবাচ্ছে চোট সমস্যা। কারণ দি মারিয়া চোট সারিয়ে কতটা ফিট হয়েছেন তা নিয়ে কোনও খোলাসা করেননি স্কালোনি। শোনা যাচ্ছে ডি পল, লাউতারো মার্টিনেজেরও হাল্কা চোট রয়েছে। যদিও দুজনকেই অনুশীলনে দেখা গিয়েছে। তবে চোট নিয়ে মুখ না খুললেও চার দল যে ডাচ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত সেই কথা জানিয়েছেন স্কালোনি।

আরও পড়ুনঃ মারাত্মক কৌশল নিচ্ছে নেদারল্যান্ডস, ফাঁদে পা দিলেই স্বপ্নভঙ্গ হতে পারে আর্জেন্টিনার

১৯৭৮ ফাইনাল ও ২০১৪ সেমি ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হেরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ডাচদের। তাই কোয়ার্টারের ফািনালে সূচি ঠিক হতেই আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতিশোধের ডাক দিয়েছেন নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যানগাল। টোটাল আক্রমণ এই ডাচ দলের সেরা অস্ত্র। যা ছন্দে থাকলে বিশ্বের যে কোনও রক্ষণকে ভেঙে তছনছ করে দিতে পারে। এবার খালি হাতে দেশে ফিরতে নারাজা ভ্যান গাল ও তার ছেলেরা।

ম্যাচের আগে কার্যত হুঙ্কারের সুরেই ডাচ কোচ বলেছেন,'২০১৪-য় হারের যে তিক্ত স্বাদ পেতে হয়েছিল আমাদের, তা শুক্রবার মিটিয়ে দিতে চাই। আমার মতে, আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু শুক্রবার থেকেই আমাদের আসল বিশ্বকাপ শুরু হচ্ছে। আমার ফুটবলাররা যথেষ্ট পেশাদার। ওরা জানে কী ভাবে এই পরিস্থিতির মোকাবিলা করতে হয়।' ফলে লুসেইল স্টেডিয়ামে এদিন সেয়ানে-সেয়ানে টক্কর হতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না।

Published by:Sudip Paul
First published:

Tags: Argentina, Fifa world Cup 2022, Lionel Messi, Netherlands