হোম /খবর /খেলা /
গত বিশ্বকাপে হারের বদলা, না কাঁটা হবে ক্রোটরা, আর্জেন্টিনার ভরসা মেসি ম্যাজিক

গত বিশ্বকাপে হারের বদলা, না ফের কাঁটা হবে ক্রোটরা, সেমিতে মেসি ম্যাজিকই ভরসা নীল-সাদার

বিশ্বকাপের প্রথম হাইভোল্টোজ সেমি ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ফাইনালে ওঠার লক্ষ্যে অবিচল মেসির দল। অপরদিকে ২০১৮-র পুনরাবৃত্তি ঘটিয়ে ফের আর্জেন্টিবাকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী ক্রোট শিবির।

  • Share this:

#দোহা: ২০১৪ -র পর ২০২২। আরও একবার বিশ্বজয়ের স্বপ্নপূরণ থেকে মাত্র ২ ধাপ দূরে লিওনেল মেসি ও আর্জেন্টিনা। ২০১৪ সালে সেমি ফাইনালের বাধা টপকালেও ফাইনালে গিয়ে হারতে হয়েছিল জার্মানির কাছে। একেবারে তীরে এসে ডুবেছিল নীল-সাদা তরী। তবে ২০২২-এ নিজের কেরিয়ারের শেষ বিশ্বকাপে সোনালী ট্রফিটা হাতে তুলে একবার ঠোটের ছোঁয়া দেওয়ার সুযোগটা হাতছাড়া করতে নারাজ মেসি।

কিন্তু তার জন্য মেসি ও তার দলকে প্রথমে পেরোতে হবে ক্রোয়েশিয়ার বাধা। তারপর তো ফাইনাল। সেমি ফাইনালে ক্রোয়েশিয়া যে প্রবল প্রতিপক্ষ হতে চলেছে তা ভালো করেই জানেন আর্জেন্টিনার কোচ স্কালোনি ও অধিনায়ক মেসি। যে দল ১০৫ মিনিটে গোল খেয়েও তা শোধ করতে পারে। টাইব্রেকারে ব্রাজিলের মত দলকে হারিয়ে বাড়ি ফেরার টিকিট হাতে ধরাতে পারে সেই দলও টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য সবরকম কৌশল অবলম্বন করবে।

সেমি ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার প্রধান সমস্যা হল হলুদ কার্ড ও চোট। কারণ নেদারল্যান্ডস ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে এই ম্যাচে দলের রক্ষণের দুই প্রধান প্লেয়ার মার্কাস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়ালকে পাবে না আর্জেন্টিনা। আকুনার পরিবর্তে নিকোলাস তাগলিয়াফিকো একাদশে ঢুকবেন। পাশাপাশি দি মারিয়া ডাচদের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নামলেও সেমিতে প্রথম থেকে দেখা যেতে পারে তাকে। স্কালোনি বলেছেন, 'রড্রিগো ডি পল ও ডি মারিয়া এখন ভালো আছে। ওরা দু'জনেই পুরো ফিট। তবে কে কত মিনিট মাঠে থাকবে কিংবা থাকবে কি না, সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।'

লুকা মদ্রিচ, ব্রোজোভিচ সমৃদ্ধ ক্রোটদের অভিজ্ঞ মাঝমাঠ, অ্যাটাকে পেরিসিচ, পেতকোভিচরা তো রয়েইছে, তবে ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ যে দুরন্ত ফর্মে রয়েছে তাকে ভেদ করাটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে আর্জেন্টিনার অ্যাটাকিং লইনের। জাপান ও ব্রাজিল ম্যাচে যেভাবে টাইব্রেকার বাঁচিয়েছেন লিভাকোভিচ তাতে স্কালোনি চাইবেন নির্ধারিত সময়েই খেলাটা শেষ করতে। নিজের রণনীতি নিয়ে কিছু না বললেও ম্যাচের আগে স্কালোনি বলেছেন, 'গোটা দেশের সমর্থন আছে আমাদের। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু ভাবতে চাই না।'

তবে ক্রোটদের বিরুদ্ধেও দলের একমাত্র আশা ভরসার নাম মেসি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরের দিনও বিশ্রাম নেননি মেসি। মাঠে না নামলেও জিমে গা ঘামিয়েছেন। ম্যাচের আগের দিন অনুশীলনও খুবই শান্ত দেখিয়েছেন। আর্জেন্টিনার সমর্থকরা মনে করছেন নীরবতা-স্তব্ধতা ঝড় ওঠার আগের পূর্বাভাস। কারণ সকলেই জানেন যতই বিপক্ষ দল তাকে একাধিক ম্যান মার্কিং করুক, তার খেলার জায়গা ছোট করে দিক, একটা ছোট্ট সুযোগে গোল করে বা একটা পাসেই ম্যাচের রং বদলে দিতে পারেন লিও। তই ক্রোটদের বিরুদ্ধে সেই মেসি ম্যাজিকই ভরসা আর্জেন্টিনার।

অপরদিকে, গতবার ফাইনালে উঠলও ট্রফি অধরা থেকে গিয়েছিল ক্রোয়েশিয়ার। এবার কাপ জয়ই ক্রোট কোচ জ্লাতকো ডালিচের লক্ষ্য। তার আগে আর্জেন্টিনা ম্যাচ জিতে তা স্মরণীয় করে রাখতে চান লুকা মদ্রিচদের হেডস্যার। প্রতি ম্যাচে আলাদা আলাদা রণনীতি যার স্পেশালিটি। সেমি ফাইনালের আগে তার দল আত্মবিশ্বাসী ও ২০১৮ বিশ্বাকাপে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারানোর পুুনরাবৃত্তি ঘটাতে প্রস্তুত বলে জানিয়েছেন দালিচ। বলেছেন, 'গত বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে সেরা ম্যাচ ছিল। ব্রাজিলের বিরুদ্ধে গত ম্যাচটা তালিকায় দ্বিতীয় স্থানে থাকবে। আর যদি আর্জেন্টিনার বিরুদ্ধে জিততে পারি, সেটা ক্রোয়েশিয়ার ইতিহাসে সর্বকালের সেরা ম্যাচ হবে।'

আরও পড়ুনঃ মেসির আর্জেন্টিনাকে ভয়ঙ্কর হুঁশিয়ারি লুকা মদ্রিচের, দিলেন চরম বার্তা

ফলে কাতারে আজ লিওনেল মেসি ও লুকা মদ্রিচ দুই এলএমটেনের দ্বৈরথে কে হাসবে শেষ হাসি তার উত্তর তো মিলবে আগামি কয়েক ঘণ্টায়। ফুটবল বিশেষজ্ঞদের মতে বিশ্বকাপের অন্যতম সেরা লড়াই হতে চলেছে এই ম্যাচে। বিশ্ব জুড়ে মেসি ও আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বাস এদিনও বাঁ পায়ের যাদুতেই দলের মাসিহা হয়ে উঠবেন তাদের প্রিয় লিও মেসি।

Published by:Sudip Paul
First published:

Tags: Argentina, Croatia, Fifa world Cup 2022, Lionel Messi