#আহমেদ বিন আলি স্টেডিয়াম: প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের পর বিশ্বকাপে দুরন্ত কামব্যাক করেছে আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে রাউন্ড অফ ১৬-এ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পৌছেছে নীল-সাদা ব্রিগেড। শনিবার মধ্যরাতে প্রি-কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির দেশ মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া। কিন্তু নক আউট পর্বে নামার আগে কিছুটা চিন্তায় ২ লিওনেল স্কালোনির দল। কারণ অজিদের বিরুদ্ধে চোটের কারণে অনিশ্চিৎ দলের অ্যাটাকিং লাইনের অন্যতম প্রধান অস্ত্র অ্যাঞ্জেল দি মারিয়া।
পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হাল্কা চোট লেগেছিল দি মারিয়ার। সেই কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর কিছু সময়ের মধ্যেই তাকে তুলে নিয়েছিলেন কোচ স্কালোনি। সেই সময় দি মারিয়াকে তুলে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে জানা গিয়েছিল চোটের কারণেই তুলে নেওয়া হয়েছিল দি মারিয়াকে। উরুতে চোট রয়েছে দি মারিয়ার। দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে বেশি ঝুঁকি নিতে চাননি স্কালোনি।
তবে দি মারিয়ার চোট খুব গুরুতর নয় বলেই জানা গিয়েছে। তবে প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হওয়ায় তারকা অ্যাটাকারকে বিশ্রাম দিতে পারে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠেকে লিওনেল স্কালোনি জানিয়েছেন,'দি মারিয়ার শারীরিক অবস্থা ভালই রয়েছে। আশা করি ও খেলতে পারবে। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ধারণা আমার কাছে নেই।'
আরও পড়ুনঃ গোলকিপারের বউয়ের সঙ্গে সঙ্গম স্ট্রাইকারের! বিশ্বকাপের মাঝে ঝামেলা দুই সতীর্থেরপ্রসঙ্গত, বিশ্বকাপে আসার আগেও চোট পেয়েছিলেন। সেই চোট সারিয়েই কাতার পারি দিয়েছিলেন অ্যাঞ্জেল দি মারিয়া। সেই পুরোনো উরুর চোটেই ফের ভুগছেন আর্জেন্টাইন তারকা। তবে যদি তিনি খেলার মত পরিস্থতি থাকেন তাহলে ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট সূত্রে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Argentina, Fifa world Cup 2022, Lionel Messi, Qatar World Cup 2022