হোম /খবর /নদিয়া /
আন্তর্জাতিক মঞ্চে ক্যারাটে করে চমক পিতা-পুত্র জুটির, পায়রাডাঙায় শোরগোল

Father and Son: আন্তর্জাতিক মঞ্চে ক্যারাটে করে চমক পিতা-পুত্র জুটির, পায়রাডাঙায় শোরগোল

X
পিতাপুত্র [object Object]

Father and Son: ইতিমধ্যে ভারতের হয়ে জাপানে গিয়ে ৬৩ জনের সঙ্গে ক্যারাটে লড়াই করে ৬ষ্ঠ ডিগ্রি ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন মহাদেব ব্রহ্ম।

  • Share this:

রানাঘাট: দেশ তথা বিভিন্ন রাজ্যে ক্যারাটে শেখার চল বৃদ্ধি পেয়েছে। মেয়েদেরও আগ্রহ বেড়েছে। তবে ক্যারাটেতে পিতা-পুত্রের একসঙ্গে সাফল্য খুব কম দেখা যায়। পিতা যেমন পারদর্শী তাঁর সন্তানও সাফল্যের দিক থেকে কম নয়।

নদিয়ার রানাঘাট পায়রাডাঙার বেলঘরিয়ার বাসিন্দা মহদেব ব্রহ্ম তিনি ১৯৮৪ সাল থেকে ক্যারেটের মধ্যে রয়েছেন পাশাপাশি তাঁর ছেলে বিধান ব্রহ্মও ক্যারাটে চর্চা করে ছোট থেকে। বাবা ও ছেলে রীতিমতো ক্যারাটেতে দেশের নাম উজ্জ্বল করেছেন। ছেলে বাবাকেও ছাপিয়ে যাবেন বলে আশাবাদী পিতা। ইতিমধ্যে ভারতের হয়ে জাপানে গিয়ে ৬৩ জনের সঙ্গে ক্যারেটে লড়াই করে ৬ষ্ঠ ডিগ্রি ব্ল্যাক বেল্ট অর্জন করেছে মহাদেব ব্রহ্ম। ওয়ার্ল্ড জেন কিওকুশিন ক্যারাটে শোশী হাসিগাওয়ার হাত থেকে পুরস্কার নিয়েছেন।

আরও পড়ুন: তিহাড়ে অবশেষে দেখা, বাবাকে সুকন্যার একটাই প্রশ্ন! রুবাইকে দেখে হাউ হাউ করে কাঁদলেন অনুব্রত

কিওকুশিন হল বিশ্বের সব থেকে শক্তিশালী ক্যারাটে। পাশাপশি তার ছেলে বিধান ব্রহ্ম ৪০ জনের সঙ্গে লড়াই করে চতুর্থ ডিগ্রি ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন। আন্তজার্তিক এক্সচেঞ্জ প্রোগ্রামে মোট ১৪ টি দেশ অংশগ্রহণ করেছিল। আগামী দিনে অল ইন্ডিয়া কিওকুশিন ক্যারাটে অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে নদিয়া জেলার বিভিন্ন জায়গায় ক্যারাটের প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রতিভা তুলে ধরতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি মহাদেব ব্রহ্ম ছেলে বিধান ব্রহ্ম ছোট থেকেই তাঁর ক্যারাটের প্রতি আগ্রহ।

আরও পড়ুন: ‘অধীরের সঙ্গে সরাসরি যোগ আছে!’ কার? অভিষেকের মন্তব্যে তুমুল শোরগোল!

তিনি ২০১৯ ওয়ার্ল্ড টুর্নামেন্টে ভারতের হয়ে তৃতীয় হয়েছিলেন। তিনবার জাতীয় চ্যাম্পিয়ন, সাত বার স্টেট চ্যাম্পিয়ন হয়েছেন। তাঁর বাবা ভারতের মধ্যে রেকর্ড করেছেন ৫৪ বছর বয়সে মহাদেব ব্রহ্ম ৬৩ ফাইট কমপ্লিট করেছেন এটা গর্বের ব্যাপার। ছেলে হিসাবে তিনি গর্ব অনুভব করছেন। তাঁর স্বপ্ন ভারতের হয়ে বিশ্বকাপে ‌যাওয়া।

মৈনাক দেবনাথ

Published by:Raima Chakraborty
First published:

Tags: Karate, Nadia news