#ইসলামাবাদ: চল্লিশ বছর বয়স হয়েছে৷ কিন্তু বাইশ গজকে বিদায় জানাতে রাজি নন শাহিদ আফ্রিদি৷ শ্রীলঙ্কায় প্রথমবার আয়োজিত লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলছেন তিনি৷ শুধু খেলছেনই না, সেখানে গল গ্ল্যাডিয়েটর্স দলের অধিনায়কও তিনি৷ কিন্তু অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কায় পৌঁছনোর আগেই চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন আফ্রিদি৷ আর যা নিয়ে রীতিমতো হাসাহাসি চলছে ট্যুইটারে৷ ট্রোলের মুখে পড়তে হয়েছে পাকিস্তানি তারকাকে৷
আসলে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় যাওয়ার বিমানই মিস করে বসেছেন আফ্রিদি৷ নিজেই ট্যুইট করে সেকথা জানিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার৷ যার ফলে অন্তত প্রথম দু'টি ম্যাচে আফ্রিদিকে পাবে না তাঁর দল৷ ২৭ তারিখই জাফনা স্ট্যালিয়ন্স-এর বিরুদ্ধে মাঠে নামার কথা গল গ্ল্যাডিয়েটর্স-এর৷
Missed my flight to Colombo today morning 😕 Nothing to worry, I'll be reaching soon to take part in the LPL for Galle Gladiators. Look forward to joining my teammates
— Shahid Afridi (@SAfridiOfficial) November 23, 2020
আফ্রিদি ট্যুইট করে বিমান মিস করার কথা জানানোর পর তাঁর নিজের দেশের কিছু সমর্থক তারকার পাশেই দাঁড়িয়েছেন৷ কিন্তু বাকিরা সেপথে হাঁটেননি৷ কটাক্ষ করে কেউ কেউ তো এমনও বলেছেন, শ্রীলঙ্কায় গিয়েও পর পর শূন্যই করবেন আফ্রিদি৷ তার থেকে তাঁর শ্রীলঙ্কায় না যাওয়াই ভাল৷
May be god indirectly saying to you not participate in LSL.. Anyway you will get DUCKS there.. Unnecessarily transportation and boarding cost will be wasted.. So better be at home..
— RAGHAV (@Raghav888mani) November 23, 2020
captain how can u miss the flight 😄
— Mir Murtaza (@MirCricketer) November 23, 2020
আফ্রিদির আগে অবশ্য গল দলটির অধিনায়কত্বের প্রস্তাব লাসিথ মালিঙ্গা এবং পাকিস্তানের সরফরাজ আহমেদকে দেওয়া হয়েছিল৷ কিন্তু প্রস্তুতির অভাব থাকায় রাজি হননি মালিঙ্গা৷ আর জাতীয় দলের খেলা সরফরাজও প্রস্তাব ফিরিয়ে দেন৷ এর পরেই আফ্রিদিকে অধিনায়ক বাছা হয়৷ কিন্তু শুরুতেই হতাশ করলেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।