#ইসলামাবাদ: চল্লিশ বছর বয়স হয়েছে৷ কিন্তু বাইশ গজকে বিদায় জানাতে রাজি নন শাহিদ আফ্রিদি৷ শ্রীলঙ্কায় প্রথমবার আয়োজিত লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলছেন তিনি৷ শুধু খেলছেনই না, সেখানে গল গ্ল্যাডিয়েটর্স দলের অধিনায়কও তিনি৷ কিন্তু অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কায় পৌঁছনোর আগেই চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন আফ্রিদি৷ আর যা নিয়ে রীতিমতো হাসাহাসি চলছে ট্যুইটারে৷ ট্রোলের মুখে পড়তে হয়েছে পাকিস্তানি তারকাকে৷
আসলে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় যাওয়ার বিমানই মিস করে বসেছেন আফ্রিদি৷ নিজেই ট্যুইট করে সেকথা জানিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার৷ যার ফলে অন্তত প্রথম দু'টি ম্যাচে আফ্রিদিকে পাবে না তাঁর দল৷ ২৭ তারিখই জাফনা স্ট্যালিয়ন্স-এর বিরুদ্ধে মাঠে নামার কথা গল গ্ল্যাডিয়েটর্স-এর৷
Missed my flight to Colombo today morning 😕
Nothing to worry, I'll be reaching soon to take part in the LPL for Galle Gladiators. Look forward to joining my teammates
আফ্রিদি ট্যুইট করে বিমান মিস করার কথা জানানোর পর তাঁর নিজের দেশের কিছু সমর্থক তারকার পাশেই দাঁড়িয়েছেন৷ কিন্তু বাকিরা সেপথে হাঁটেননি৷ কটাক্ষ করে কেউ কেউ তো এমনও বলেছেন, শ্রীলঙ্কায় গিয়েও পর পর শূন্যই করবেন আফ্রিদি৷ তার থেকে তাঁর শ্রীলঙ্কায় না যাওয়াই ভাল৷
May be god indirectly saying to you not participate in LSL.. Anyway you will get DUCKS there.. Unnecessarily transportation and boarding cost will be wasted.. So better be at home..
একজন ট্যুইটার ব্যবহারকারী আবার লিখেছেন, শুধু বিমান না, আফ্রিদি ফুলটস বলও মিস করেন৷ আর একজন লিখেছেন, 'ভগবানও বুিঝয়ে দিল যে তিনি চান না আফ্রিদি শ্রীলঙ্কায় যান৷ কারণ সেখানে গিয়েও তিনি শূন্য রানেই আউট হবেন৷ শুধু শুধু যাতায়াতে খরচ হবে৷ তার থেকে বাড়িতে থাকাই ভাল৷' আর এক ক্রিকেট ভক্ত লিখেছেন, 'গল গ্ল্যাডিয়েটর্স দলের ক্রিকেটাররা এই ভয়েই রয়েছে যে আপনি সত্যিই শেষ পর্যন্ত পৌঁছবেন এবং তাঁদের জয়ের আশায় জল ঢেলে দেবেন৷'
আফ্রিদির আগে অবশ্য গল দলটির অধিনায়কত্বের প্রস্তাব লাসিথ মালিঙ্গা এবং পাকিস্তানের সরফরাজ আহমেদকে দেওয়া হয়েছিল৷ কিন্তু প্রস্তুতির অভাব থাকায় রাজি হননি মালিঙ্গা৷ আর জাতীয় দলের খেলা সরফরাজও প্রস্তাব ফিরিয়ে দেন৷ এর পরেই আফ্রিদিকে অধিনায়ক বাছা হয়৷ কিন্তু শুরুতেই হতাশ করলেন তিনি৷