হোম /খবর /খেলা /
ম্যাক্সওয়েল- ডু প্লেসি জুটিতে রোহিতদের বিরুদ্ধে রানের পাহাড়ে আরসিবি

MI vs RCB: ব্যাট হাতে ব্যর্থ বিরাট, ম্যাক্সওয়েল- ডু প্লেসি জুটিতে রোহিতদের বিরুদ্ধে রানের পাহাড়ে আরসিবি

৬৮ রানের অনবদ্য ইনিংস খেললেন ম্যাক্সওয়েল

৬৮ রানের অনবদ্য ইনিংস খেললেন ম্যাক্সওয়েল

  • Share this:

আরসিবি – ১৯৯/৬

মুম্বই: প্রথম সাক্ষাৎ আরসিবি হারিয়েছিল মুম্বইকে। তবে এই ম্যাচের প্রেক্ষাপট ছিল একেবারে ভিন্ন। দুই দলই জিততে মরিয়া ছিল। তাই লড়াই হবে উচ্চমার্গের। বাড়তি আকর্ষণ অবশ্যই রোহিত-কোহলির দ্বৈরথ। ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হাত সেঁকবেন অনেকেই। চলতি আইপিএলে রোহিতকে অনেকটাই পিছনে ফেলেছেন কোহলি। ভিকে ১০ ম্যাচে করেছেন ৪১৯ ।

মুম্বইকে চিন্তায় ফেলেছে অধিনায়ক রোহিতের অফ ফর্ম। ১০টি ম্যাচে হিটম্যান করেছেন মাত্র ১৮৪ রান। ব্যাটিং গড় ১৮.৩৯, যা তাঁর নামের সঙ্গে বড়ই বেমানান। তবে রোহিত বড় মঞ্চের ক্রিকেটার। বাইশ গজে একবার জমে গেলে তাঁকে রোখা কঠিন। মুম্বইয়ের তুলনায় ব্যাঙ্গালোরের বোলিং বেশি শক্তিশালী। পেস আক্রমণে মহম্মদ সিরাজের সঙ্গী জস হ্যাজলউড। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন হার্শল প্যাটেল।

টস জিতে আগে আরসিবিকে ব্যাটিং করতে পাঠালেন রোহিত শর্মা। বিরাট কোহলি (১) আজ সম্পূর্ণ ব্যর্থ। তিন নম্বরে নেমে অনুজ রাওয়াতও (৬) জঘন্য শট খেলে ফিরে গেলেন। মনে হয়েছিল রোহিত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরপর খেলাটা ধরে ফেললেন অধিনায়ক দু প্লেসি এবং ম্যাক্সওয়েল। ২৫ বলে হাফ সেঞ্চুরি করলেন ম্যাক্সওয়েল।

ফাফ ডু প্লেসিস দায়িত্বপূর্ণ ইনিংস খেললেন। তিনি এবং ম্যাক্সওয়েল মিলে ক্রমশ বড় রানের দিকে এগিয়ে নিয়ে গেলেন বেঙ্গালুরুকে। দশ ওভার শেষে আরসিবির স্কোর ছিল ১০৪ রানের দুই উইকেট। ডু প্লেসি নিজেও হাফ সেঞ্চুরি করে ফেললেন। ১০০ রানের পার্টনারশিপ হয়ে গেল ১১ ওভারের মধ্যে। অন্যদিন পীযূষ চাওলা মুম্বইয়ের হয়ে ধারাবাহিক উইকেট নেন।

আজ ওয়াংখেড়েতে চাওলা সম্পূর্ণ ফ্লপ। সবচেয়ে সফল বেরেনদফ। তিনটে উইকেট নিলেন তিনি। ম্যাক্সওয়েল ৬৮ করে আউট হলেন। লোমরোর (১) বোল্ড হলেন। ৬৫ করে ফিরে গেলেন দু প্লেসি। উইকেট নিলেন ক্যামেরণ গ্রিন। শেষ দিকে দীনেশ কার্তিক বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন। এদিন অবশ্য মুম্বাইয়ের ফিল্ডিং যথেষ্ট খারাপ ছিল।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Mumbai Indians, RCB