corona virus btn
corona virus btn
Loading

ইডেনে এসে ছিয়ানব্বই বিশ্বকাপের স্মৃতিচারণ গুরুসিংঘের

ইডেনে এসে ছিয়ানব্বই বিশ্বকাপের স্মৃতিচারণ গুরুসিংঘের
Asanka Gurusinha

শেষবার এসেছিলেন ছিয়ানব্বইয়ে। আজহারের ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে।

  • Share this:

#কলকাতা: শেষবার এসেছিলেন ছিয়ানব্বইয়ে। আজহারের ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে। ২১ বছর পর আবার ইডেনে। অশাঙ্ক গুরুসিংঘে এবার নতুন ভূমিকায়। তারই ফাঁকে চান্দিমলদের নতুন ম্যানেজারকে ধরে ফেলল নিউজ ১৮ বাংলা ৷

ইডেন মানেই তাঁর কাছে একলাখি গ্যালারি। ছিয়ানব্বইয়ের সেমিফাইনাল। কলকাতার কাছে সবচেয়ে ট্র্যাজিক আর দগদগে যে ম্যাচ রণতুঙ্গার লঙ্কাকে দিয়েছিল লাহোরে ফাইনালের টিকিট। ২১ বছর পর ইডেনে ফিরে নস্ট্যালজিক হয়ে পড়লেন গুরুসিংঘে।

শ্রীনাথ জয়সূর্য-কালুবিথর্নেকে প্রথম ওভারে গিলে ফেলার পর সেদিন ইডেন সাক্ষী ছিল ডি'সিলভা ম্যাজিকের। ফাইনালে রণতুঙ্গাকে কাপ দেওয়ার পেছনে অরবিন্দের সেঞ্চুরিকে সঙ্গত দিয়েছিল গুরুসিংঘের ৬৫। সেসব এখন সোনালি অতীত। তবে বিশ্বকাপে ভারতের মাটিতে আজহারদের দু'দুবার হারানো আজও তৃপ্তি দেয় তাঁকে।

কথায় কথায় বলে ফেললেন লঙ্কার সেই প্রজন্মের ক্রিকেটে আগুন ছিল। আর চান্দিমলদের ? প্রশ্নটা শুনেই কাপ্তানকে আগলে গাড়ি ধরার তাড়ায় লঙ্কা ম্যানেজার।

রিপোর্টার : প্রদীপ্ত গোস্বামী

First published: November 16, 2017, 4:02 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर