Sourav Ganguly-Yasir Arafat: ‘অনেক ব্যস্ততার মধ্যেও সৌরভ আমার বিয়েতে এসেছিলেন...’ কৃতজ্ঞ প্রাক্তন পাক ক্রিকেটার

Photo Credit: PTI

পাকিস্তানের হয়ে মাত্র ৩টি টেস্ট, ১১টি ওয়ান ডে এবং ১৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইয়াসির ৷

 • Share this:

  লাহোর: রাহুল দ্রাবিড়ের পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল পাকিস্তানের প্রাক্তন পেসার ইয়াসির আরাফাতের গলায় ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি তাঁর কৃতজ্ঞতা জানালেন ইয়াসির ৷ এক সাক্ষাৎকারে জানালেন, অনেক ব্যস্ত থাকলেও সময় বের করে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর বিয়েতে এসেছিলেন ৷ অনেকেই যেখানে আসতে পারেননি ৷

  পাকিস্তানের হয়ে মাত্র ৩টি টেস্ট, ১১টি ওয়ান ডে এবং ১৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইয়াসির ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘ অনেকেই হয়তো জানেন না সৌরভ গঙ্গোপাধ্যায় আমার বিয়েতে এসেছিলেন ৷ বহু ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছিলাম ৷ অনেকেই আসতে পারেননি ৷ কিন্তু অনেক ব্যস্ততার মধ্যেও নিমন্ত্রণ রেখেছিলেন সৌরভ ৷ আমার বিয়েতে আসায় ওঁর প্রতি আমি কৃতজ্ঞ।”

  সাক্ষাৎকারে ইয়াসির আরও জানান, কেকেআরে নেওয়ার জন্য শাহরুখ খানেরও তাঁর উপর নজর ছিল ৷ তিনি খোঁজখবর নিয়েছিলেন ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: