• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ENGLAND PITCHES FOR THIS YEAR WORLD CUP IS BATSMAN PARADISE

CWC 2019: ভয়ঙ্কর সেই সুইং কোথায় ? তাল কেটেছে ইংল্যান্ডের পিচের, আইপিএলের প্রভাব বিশ্বকাপেও স্পষ্ট

 • Share this:

  #লন্ডন: হাওয়া আছে। কিন্তু সুইং কোথায় ? কী হল বিলেতের বাইশ গজের। বিশেষজ্ঞদের মতে, আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল রাখতে গিয়ে এবার তাল কেটেছে ইংল্যান্ডের পিচের। তাঁদের মতে, আইপিএলের প্রভাব এবারের বিশ্বকাপে স্পষ্ট।

  ক্রিকেট মানে এখন আর শুধুই খেলা নয়। ক্রিকেট মানে আজ শুধুই এন্টারটেনমেন্ট। যার জন্ম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাত ধরে। বিশ্ব ক্রিকেট আজ বোলারদের নয়। শুধুই ব্যাটসম্যানদের। তাই সবার আগ্রহ ছিল এই বিশ্বকাপে ইংল্যান্ডের পিচ নিয়ে। সপ্তাহ ঘুরতেই স্পষ্ট হল আইপিএলের প্রভাব। এক ম্যাচে ৬৮২ রান। ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে সাক্ষী এবারের বিশ্বকাপ।

  আরও পড়ুন-World Cup 2019: আঙুলের চোট এখনও সারেনি, নিউজিল্যান্ড ম্যাচে খেলা নিয়ে সংশয় ধাওয়ানের

  ওভালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও প্রায় ছ’শোর উপর রান। উইকেট পড়েছে মাত্র ১৫টি। বিশেষজ্ঞদের মতে, আধুনিক ক্রিকেটের নতুন ধারাতেই এবার বিলেতে বাইশগজ। তার জেরেই এতদিন রান।

  First published: