হোম /খবর /খেলা /
Moeen Ali comeback : লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে ফিরছেন মইন আলি

Moeen Ali comeback : লর্ডস টেস্টে ইংল্যান্ড দলে ফিরছেন মইন আলি

অলরাউন্ডার মইনকে দলে নিল ইংল্যান্ড

অলরাউন্ডার মইনকে দলে নিল ইংল্যান্ড

Moeen Ali in Lords test against India. মইন আলিকে ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড। এমনিতেই বেন স্টোকস এবং ক্রিস ওকস খেলছেন না। অলরাউন্ডার সমস্যায় ভুগতে হচ্ছে ইংল্যান্ডকে।

  • Last Updated :
  • Share this:

#লন্ডন: ভারতের মাটিতে ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দাপুটে জয় পেয়েছিল বিরাট কোহলির দল। প্রথম টেস্ট ইংল্যান্ড জয় দিয়ে শুরু করলেও, তারপর দাঁড়াতে পারেনি ভারতের সামনে। সেই অপমানের বদলা নিতে এবার মরিয়া ইংরেজরা। নিজেদের ডেরায় ভারত বধ করে জো রুট, বাটলার, স্টুয়ার্ট ব্রডরা বুঝিয়ে দিতে চান কত ধানে কত চাল। প্রথম টেস্ট বৃষ্টির কারণে অমীমাংসিত।

বৃহস্পতিবার থেকে দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে ক্রিকেটের মক্কা লর্ডসে। আজ মইন আলিকে ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড। এমনিতেই বেন স্টোকস এবং ক্রিস ওকস খেলছেন না। অলরাউন্ডার সমস্যায় ভুগতে হচ্ছে ইংল্যান্ডকে। তাই অভিজ্ঞ মইন আলির কথা ভাবতে হয়েছে ইংলিশ নির্বাচকদের। ভারতের বিরুদ্ধে বরাবর মইন ভাল পারফর্ম করে এসেছেন। ব্যাট বা বল, দুটোতেই সমস্যা তৈরি করেছেন ভারতের জন্য। এমনকি ভারতে চেন্নাই টেস্ট ইংল্যান্ড হেরে গেলেও, মইন কিন্তু দুরন্ত পারফর্ম করেছিলেন।

তবে সেই ২০১৯ অ্যাশেজ সিরিজের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলেননি। সাদা বলের ক্রিকেট অবশ্য যথেষ্ট খেলেছেন। দু'দিন আগেই বার্মিংহাম ফিনিক্স দলের হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন। তাই দলের ভারসাম্য বাড়াতে এমন ক্রিকেটের সব সময় প্রয়োজন, তাতে সন্দেহ নেই। ইংল্যান্ডের জার্সিতে ৬১ টেস্ট ম্যাচে মইন ১৮৯ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও গড় নজরকাড়া।

অতীতের আন্ডারউড, জিম লেকার, গ্রেম সোয়ানদের তুলনায় তিনি অনেক এগিয়ে। তাছাড়া পন্থ, রবীন্দ্র জাদেজাদের মত বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে তিনি বাড়তি সুবিধা দেবেন ইংল্যান্ডকে, সেটা বলাই বাহুল্য। মইন নিজে টেস্ট দলে ডাক পেয়ে খুব খুশি। জানিয়েছেন ইংল্যান্ডের জার্সিতে টেস্ট ক্রিকেট খেলতে পারা সবচেয়ে বড় সম্মান। সুযোগ পেলে নিজের অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে সেটা প্রমাণ করবেন।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: India vs england