ইংল্যান্ড: ৮৫ ও ৩০৩আয়ারল্যান্ড: ২০৭ ও ৩৮ (১৫.৪ ওভার)
#লন্ডন: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অল আউট করে চমকে দিয়েছিল সবেমাত্র নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড ৷ এই অপমানের যোগ্য জবাব দিলেন ইংল্যান্ড বোলাররাও ৷ চতুর্থ ইনিংসে ১৮২ রান তাড়া করতে নেমে ইংরেজ পেসারদের দাপটে মাত্র ৩৮ রানেই শেষ আইরিশরা ৷ মাত্র ১৫.৪ ওভারই স্থায়ী হল তাদের দ্বিতীয় ইনিংস ৷
ইংল্যান্ড পেসারদের মধ্যে এদিন সেরা ক্রিস ওকস ৷ ৭.৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৬ উইকেট নিলেন তিনি ৷ বাকি চারটে উইকেট স্টুয়ার্ট ব্রডের ৷ ওকস ও ব্রড বাদে বাকি ইংল্যান্ড বোলারদের এদিন আর বলই করতে হয়নি ৷ ওপেনার ম্যাককোলাম (১১) বাদে এদিন দুই অঙ্কের রান করতে পারেননি কোনও আইরিশ ব্যাটসম্যানই ৷ ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেন, ‘‘এই পিচে ১৮২ রান তাড়া করা কঠিন বুঝে গিয়েছিলাম। তাই শুরু থেকেই চাপ কম ছিল। তার উপর আমাদের দুই পেসার যে রকম ভাবে ইনিংস শুরু করেছিল তা অসাধারণ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: England vs Ireland, Lords Test