Home /News /sports /
India vs England: জোড়া ধাক্কা কাটিয়ে বড় রানের লক্ষ্যে ইংল্যান্ড, অর্ধশতরান রুট- সিবলির

India vs England: জোড়া ধাক্কা কাটিয়ে বড় রানের লক্ষ্যে ইংল্যান্ড, অর্ধশতরান রুট- সিবলির

R Ashwin

R Ashwin

ভারতের হয়ে দু'টি উইকেট তুলেছেন আর অশ্বিন এবং যশপ্রীত বুমরা৷

 • Share this:

  #চেন্নাই: পর পর জোড়া উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে চেন্নাই টেস্টে ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড৷ চা পানের বিরতিতে ২ উইকেট হারিয়ে ১৪০ তুলে ফেলেছে তারা৷

  এ দিন ইংল্যান্ডের হয়ে শুরুটা ভাল করেন দুই ওপেনার বার্নস এবং সিবলি৷ তিন ভারতীয় স্পিনারের আক্রমণ সামলেই ওপেনিং জুটিতে ৬৩ রান তোলেন দুই ইংরেজ ওপেনার৷ কিন্তু ৩৩ রানের মাথায় অশ্বিনের বলে ফেরেন তিনি৷ এর পর তিন নম্বরে নামা লরেন্স খাতা খোলার আগেই তাঁকে ফিরিয়ে দেন যশপ্রীত বুমরা৷ কিন্তু তিন নম্বরে নেমে চাপের মুখে ইংল্যান্ড ইনিংসকে ভরসা দেন অধিনায়ক জো রুট৷ ওপেনার সিবলির সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি৷ ইতিমধ্যেই অর্ধশতরান পূর্ণ করে ফেলেছেন ভারতের মাটিতে প্রথমবার ব্যাট করতে নামা ডম সিবলি৷

  প্রত্যাশিত ভাবেই চেন্নাইয়ের উইকেটে প্রথম দিন থেকেই গতি, বাউন্স কম৷ খেলা যত এগোবে, তত এই উইকেট স্পিন সহায়ক হয়ে উঠবে৷ প্রথম দিন থেকেই তাই ইংল্যান্ড ইনিংসকে ভাঙতে তিন স্পিনারের উপরে বেশি নির্ভরশীলতা দেখিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ অশ্বিন ছাড়াও এই টেস্টে আরও দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ নাদিমকে খেলাচ্ছে ভারত৷ তা সত্ত্বেও প্রথম দিন স্পিনের বিরুদ্ধে যথেষ্ট সাবলীল দেখিয়েছে সিবলি, বার্নস, রুটদের৷ চা পানের বিরতির পর পরই নিজের অর্ধ শতরান পূর্ণ করেন জো রুটও৷

  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এই ভারত-ইংল্যান্ড সিরিজ৷ ফলে যথেষ্ট প্রস্তুতি নিয়েই ভারতে এসেছেন জো রুটরা৷ তবে উইকেটের যা অবস্থা, তাতে দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে ব্যাট করা যে কঠিন হবে, তা ভালই জানে ইংরেজ ব্যাটসম্যানরা৷ তাই তাঁদের লক্ষ্য, প্রথম ইনিংসেই যতটা বেশি সম্ভব বড় রান তুলে ভারতের উপরে চাপ বাড়ানো৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: India vs england, Virat Kohli

  পরবর্তী খবর