কলকাতা: সেজে উঠছে ইডেন। আরও আধুনিক হচ্ছে ক্রিকেটের নন্দনকানন। বিশ্বকাপের আগে নবরূপে ধরা দেবে বাঙালি তথা দেশের গর্ব ইডেন। তবে আইপিএলের আগেই আধুনিকরণের বেশ কিছু কাজ সম্পন্ন করা হয়েছে। ঝা চকচকে কর্পোরেট বক্স এবং মিডিয়া সেন্টার তৈরি করে ফেলা হয়েছে। সংস্কারের পর নতুন লুকে ক্রিকেটের নন্দনকানন।
ক্লাব হাউস সংস্কারের কাজ চলছে। আইপিএল শেষ হয়ে গেলেই ক্লাব হাউসের সম্পূর্ণ কাজে হাত দিতে চান সিএবি কর্তারা। তবে ইতিমধ্যেই মিডিয়া সেন্টার, প্রেস বক্স এবং কর্পোরেট বক্সের কাজ সম্পন্ন হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই নতুন লুক দেওয়া হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত মিডিয়া সেন্টারে সাংবাদিকরা যাতে বসে ম্যাচের আগে এবং শেষে কাজ করতে পারেন সেই জন্য সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। প্রেস বক্স এবং প্রেস কনফারেন্স রুম ছাড়াও মিডিয়া সেন্টার বলে আলাদা জায়গা চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: আইপিএলের শুরুতেই হাঁটুর চোটে জর্জরিত, ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে নামবেন ধোনি?
সব জায়গাতে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা থাকছে। প্রেস কনফারেন্স রুমের দেয়ালে লাগানো হয়েছে ইডেনের বিভিন্ন ম্যাচের পরিসংখ্যান। ৫০ জনের বেশি সাংবাদিকদের সেখানে বসার ব্যবস্থা রয়েছে। ইডেনের প্রথম ম্যাচের ফলাফল থেকে বিভিন্ন উল্লেখযোগ্য ম্যাচের রেজাল্ট থাকছে। অতীতে বিভিন্ন ক্রিকেটারদের ছবি থাকলেও সেগুলিকে ক্রিকেট মিউজিয়ামে ব্যবহার করা হবে বলে নিয়ে যাওয়া হয়েছে। প্রেস বক্সেও বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কর্পোরেট বক্সগুলির শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। বক্সের বাইরে বসে খেলা দেখার জন্য থাকছে চেয়ার। বক্সের ভিতরে থাকছে আরামদায়ক সোফা। থাকছে ফ্রিজের ব্যবস্থাও। পাঁচতারা হোটেলের মতো করেই সাজানো হয়েছে ইডেনকে।
আধুনিক ইডেনের ছবি ইতিমধ্যেই সিএবির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। ইডেনের গ্যালারির কাজও সংস্কার করা হবে আইপিএলের পরে। প্রত্যেকটা গ্যালারির ছাদে বসানো হবে তাঁবুর মত ক্যানোপি। যেরকম রয়েছে ক্লাব হাউসের ছাদে। ঠিক সেরকমই হবে সম্পূর্ণ গ্যালারি জুড়ে। পরিবর্তন করে ফেলা হবে চেয়ার গুলিও। এমন কি, বিশ্বকাপের আগে স্থায়ী লেজার শো-এর ব্যবস্থা করারও ভাবনা রয়েছে কর্তাদের মাথায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eden Gardens, IPL 2023