#কলকাতা: থমকে গেল ইডেন টাইম। ১১টা ৫০ মিনিটের কাটায় আটকে ইডেনের ঘড়ি। আইপিএলের সময় প্রায় ২ মাস ঢাকা ছিল ইডেন টাইম। এরপর গত সপ্তাহে কাপড় সরিয়ে দেওয়া হয়। তবে তারপর থেকে বন্ধ ইডেনের ক্লাব হাউসের এই ঘড়ি।
এদিনে বুধবার সিএবিতে পালিত হল প্রয়াত প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ৭৮তম জন্মদিন। ছবিতে মালা দিয়ে কেক কেটে শ্রদ্ধা জনানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালমিয়ার স্ত্রী চন্দ্রলেখা ডালমিয়া, মেয়ে বৈশালী ডালমিয়া। ছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি এবং সিএবি সচিব অভিষেক ডালমিয়া-সহ প্রতিনিধিরা।
দেশের বাইরে থাকায় আসতে পারেননি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বরূপ দে, সুবীর গঙ্গোপাধ্যায়দেরও দেখা যায় অনুষ্ঠানে। চন্দননগরে থাকা ডালমিয়ার মূর্তিতে মাল্যদান করেন জেলা ক্রিকেটের কর্তারা।