• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • Ind vs Nz 3rd T-20: প্রিয় ইডেনে হিটম্যান-এর দাপট, ১৮৪ করল ভারত

Ind vs Nz 3rd T-20: প্রিয় ইডেনে হিটম্যান-এর দাপট, ১৮৪ করল ভারত

Ind vs Nz 3rd T-20 At Eden: প্রিয় ইডেনে রোহিত শর্মার দাপট। নিয়মরক্ষার ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করল ভারত।

Ind vs Nz 3rd T-20 At Eden: প্রিয় ইডেনে রোহিত শর্মার দাপট। নিয়মরক্ষার ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করল ভারত।

Ind vs Nz 3rd T-20 At Eden: প্রিয় ইডেনে রোহিত শর্মার দাপট। নিয়মরক্ষার ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করল ভারত।

 • Share this:

  #কলকাতা: রোহিত শর্মা আর ইডেনের প্রেমকাহিনী চলছেই। প্রিয় ইডেনে নামার আগে রোহিত শর্মাকে সব সময় ফুরফুরে দেখায়। ইডেন তাঁকে খালি হাতে ফেরাবে না, এটা যেন এতদিনে ভালভাবেই বুঝে গিয়েছেন হিটম্যান। ইডেনের সঙ্গে তাঁর কী যে যোগসূত্র রয়েছে, কে জানে! ইডেন তাঁর কাছে চিরকালীন পয়মন্ত হয়ে উঠেছে যেন!

  কেএল রাহুলকে সিরিজের তৃতীয় ম্যাচে বিশ্রামে পাঠিয়েছে টিম ম্যানেজমেন্ট। নিয়মরক্ষার ম্যাচ। এমন ম্যাচে রিজার্ভ বেঞ্চ দেখে নেওয়াই লক্ষ্য থাকে যে কোনও দলের থিঙ্ক ট্যাঙ্ক-এর। তাই এই ম্যাচে ঈশান কিষানকে শুরুতেই পাঠানো হয়েছিল রোহিত শর্মার সঙ্গে। ঈশান ২১ বলে ২৯ রান করে শুরুতেই ইনিংসে গতি আনলেন। তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ। তবে রোহিত শর্মা যেন একাই সব অভাব মিটিয়ে দিলেন। ৩১ বলে করলেন ৫৬ রান। আর আউট হলেন যেভাবে, সেটাও সচরাচর দেখা যায় না। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল লং-এ খেলতে চেয়েছিলেন। ব্যাটের প্লেট ঘুরে যায়। ধরা পড়েন বোলার ইশ সোধির হাতে। সেই ক্যাচ হয়তো একশোটার মধ্যে একটা ধরতে পারবেন সোধি।

  আরও পড়ুন- ইডেনে আজ শুরুতেই রোহিত-শো! আবার টস জিতলেন হিটম্যান

  সূর্যকুমার যাদব গত কয়েক মাসে ভারতের টি-২০ স্পেশালিস্ট হয়ে উঠেছেন। ছোট ফরম্যাটে তাঁর ব্যাট চলে দারুন। তবে এদিন তিনি খাতাই খুলতে পারলেন না। সেট হওয়ার আগেই শট খেলতে গিয়ে বিপদ ডেকে আনলেন। এমএস ধোনির উত্তরসূরি ঋষভ পন্থও রান পেলেন না। তিনিও তাড়াহুড়ো করতে গিয়েই উইকেট ছুঁড়ে দিয়ে গেলেন।

  আরও পড়ুন- মাখো মাখো প্রেম! বউকে কতটা ভালবাসেন, 'এক শব্দে' লিখলেন বিরাট কোহলি

  ভেঙ্কটেশ আইয়ার ভারতীয় দলে নতুন তারকা হয়ে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঠাণ্ডা মাথায় খুনে ইনিংস খেলতে পারেন ভেঙ্কটেশ। আর সেটা তিনি আইপিএলে প্রমাণ করেছেন। এদিনও একের পর এক দুর্দান্ত শট খেলে কোচ রাহুল দ্রাবিড়ের হাততালি কুড়িয়ে নিলেন তিনি। দীর্ঘদেহী ভেঙ্কটেশ ইডেনে একের পর এক বড় শট খেললেন অবলীলায়। ছোট ফরম্যাটে তিনি বড় আবিষ্কার হয়ে উঠতে পারেন। এদিন ১৫ বলে ২০ রানের ইনিংস খেললেন তিনি। তবে শট সিলেকশন-এ প্রশংসা কুড়িয়ে নিলেন।

  Published by:Suman Majumder
  First published: