#রিও ডি জেনেইরো: অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করলেন দীপা কর্মকারের ৷ ফাইনালে পৌঁছলেন বঙ্গ তনয়া ৷ উঠলেন জিমন্যাস্টিকের ভল্ট বিভাগের ফাইনালে ৷ ইতিহাসে দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক জিমন্যাস্টিক্সের ফাইনালে পৌঁছে গেলেন দীপা। তাঁকে ঘিরে পদক জযের স্বপ্ন দেখাও শুরু হয়ে গিয়েছে। যোগ্যতা নির্ণায়ক পর্বে অষ্টম স্থান অর্জন করেছেন তিনি ৷
এই বিভাগে মোট ৯৩ জন অংশগ্রহণ করেছিলেন। ৯৩ জনের মধ্যে দীপা অষ্টম স্থানে নিজের জায়গা করে নিতে সফল হয়েছে দীপা ৷
চলতি মাসের ১৪ তারিখ ফাইনাল ৷ এখন পর্যন্ত রিওতে খুব একটা ভালো ফল করতে পারেনি ভারত ৷ তাই দীপার উপর এখন সমস্ত ভারতবাসীর আশা ৷ ফাইনালের দিন গোটা দেশের নজর থাকবে তাঁর উপর ৷
রিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স করে ব্যক্তিগত ভল্ট বিভাগে ফাইনালে পৌঁছে গেলেন দীপা। ১৪ আগস্ট তাঁর ফাইনাল ইভেন্টের কাউন্টডাউনও শুরু হয়ে গেল।
দীপার সাফল্যে খুশি তাঁর পরিবার ৷ ‘আমরা সারারাত ঘুমোয়নি ৷ ‘দীপার জন্য প্রার্থনা করেছি ৷ আমরা খুব খুশি’, বললেন দীপার বাবা দুলাল কর্মকার ৷
দীপাকে ঘিরেই এখন পদক জয়ের স্বপ্ন দেখছে গোটা ভারত। তবে ফাইনালে উঠলেও দীপার শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি।
শেষপর্যন্ত ফেভারিট প্রদুনভা ভল্টে ভর করে ১৪.৮৫০ পয়েন্ট পান দীপা। যোগ্যতা অর্জন পর্বে অষ্টম স্থান পেয়ে ফাইনালে ওঠেন তিনি। জিতু রাই, হিনা সিন্ধুদের ধারাবাহিক ব্যর্থতার মাঝে এবার দীপার পারফরম্যান্সেই রুপোলি রেখা দেখছে ভারতীয় অ্যাথলেটিক্স মহল। পদক জয় করে দীপা কি পারবেন আরও একটা ইতিহাস গড়তে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 2016 rio olympics, Bengali News, Dipa Karmakar, ETV News Bangla, Gymnastics, India