হোম /খবর /খেলা /
ভারত-পাকিস্তান ম্যাচে আগে আবেগ প্রবণ দীনেশ কার্তিক, রোহিতকে দিলেন বিশেষ বার্তা

ভারত-পাকিস্তান ম্যাচে আগে আবেগ প্রবণ দীনেশ কার্তিক, রোহিতকে দিলেন বিশেষ বার্তা

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। গতবার হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। মেগা ম্যাচের আগে আবেগ প্রবণ দীনেশ কার্তিক।

  • Last Updated :
  • Share this:

#মেলবোর্ন: আইপিএল ২০২২ জীবনটাই পাল্টে দিয়েছে ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকের। মাঝে দীর্ঘ সময় ভারতীয় দলের বাইরে ছিলেন তিনি। কবে অবসর ঘোষণা করবেন ডিকে সেই অপেক্ষাতেই ছিল ক্রিকেট মহল। ধারাভাষ্যকার হিসেবেও কাজ শুরু করে দিয়েছিলেন কার্তিক। তারপরই আইপিএল ২০২২-এ আরসিবির হয়ে একাধিক ম্যাচ উইনিং ইনিংস তাকে ক্রিকেট মূল স্রোতে ফিরিয়ে আনে ডিকে-কে।

আইপিএলের ভালো পারফরম্যান্সের সুবাদেই ভারতীয় দলেও কামব্যাক করেন দীনেশ কার্তিক। সীমিত সুযোগে নিজেকে প্রমাণও করেন। ২০০৭ সালে ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন ডিকে। তাপরপ ১৫ বছরের ব্যবধান। ফের একবার বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন কার্তিক। আর রবিবার মেলবোর্নে ভারত-পাকিস্তান মাহরণ। ২০০৭ সালে দুবার এই ম্যাচে উত্তাপ উপভোগ করেছেন কার্তিক। কিন্তু এবার ম্যাচের আগে আবেগ প্রবণ ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার।

ক্রিকেটকে বিদায় জানানোর আগে একবার স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলার। যে কঠিন লড়াইয়ের পর রূপকথার মত ফের ভারতীয় দলে কামব্যাক হয়েছে সেই কথা ভেবেই ভারত-পাক ম্যাচের আগে আবেগ প্রবণ কার্তিক। তার উপর ভরসা রাখার জন্য অধিনায়ক রোহিত শর্মাকেও ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দীনেশ কার্তিক।

আরও পড়ুনঃ ২২ গজে ভারত-পাকিস্তান 'মহাযুদ্ধ', ফিরে দেখা টি-২০ বিশ্বকাপে দুই দেশের দ্বৈরথের ইতিহাস

ইনস্টাগ্রামে নিজের আবেগের কথা লুকিয়ে না রেখে কার্তিক জানিয়েছেন,'এক জন এই চড়াই-উতরাইয়ের সবটা দেখেছে। আমার উপর বিশ্বাস রেখেছে। আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে যে অন্ধকার গুহার শেষে আলো দেখতে পাওয়া যায়। তার নাম রোহিত শর্মা। ওর প্রতি আমি সব সময় কৃতজ্ঞ।' পাশাপাশি কঠিন সময়ে অভিষেক নায়ারকে ধন্যবাদ জানিয়েছেন কার্তিক।

View this post on Instagram

A post shared by Dinesh Karthik (@dk00019)

প্রসঙ্গত, উইকেট কিপার হিসেবে কার্তিকের দক্ষতা নিয়ে কোনও দিনই প্রশ্ন ছিল না। বর্তমানে নিজের ব্যাটিংকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন ডিকে তাতে তিনি বর্তমানে টিম ইন্ডিয়ার সেরা ফিনিশার। পাকিস্তান ম্যাচের আগে আবেগ প্রবণ হলেও প্রথম একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে প্রস্তুত কার্তিক।

Published by:Sudip Paul
First published:

Tags: Dinesh Karthik, India Vs pakistan, T20 World Cup 2022