Home /News /sports /
#Viral: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সামনেই বাঁশির ধ্বনিতে কাঁপালেন ধোনি! ভিডিও সুপার হিট

#Viral: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সামনেই বাঁশির ধ্বনিতে কাঁপালেন ধোনি! ভিডিও সুপার হিট

ঝাড়খণ্ডের এক ধরণের পাতায় ফু দিয়ে মিষ্টি আওয়াজ হয়৷ এদিনে অনুষ্ঠানে এসে সেটাই করলেন ধোনি৷ মুখ্যমন্ত্রী সোরেনও সেই চেষ্টাই চালালেন৷

 • Share this:

  #রাঁচি: ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশয়েনর একটি অনুষ্ঠানে দেখা মিলল মহেন্দ্র সিং ধোনির৷ স্টেডিয়াম চত্বরে খোলা হল জিম, ফিটনেস ক্লাব, উন্নতমানের ক্যাফেটেরিয়া৷ অনুষ্ঠানের উদ্বোধনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক৷ আর সেখানে গিয়ে তিনি যা করলেন, তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন ধোনির ভক্তরা! ক্যাফেটেরিয়ায় কিছু ডিস চেখে দেখলেন ধোনি৷ আর তারপর বাজালেন বাঁশি৷ ঝাড়খণ্ডের এক ধরণের পাতায় ফু দিয়ে মিষ্টি আওয়াজ হয়৷ এদিনে অনুষ্ঠানে এসে সেটাই করলেন ধোনি৷ মুখ্যমন্ত্রী সোরেনও সেই চেষ্টাই চালালেন৷

  এদিনের অনুষ্ঠানে ধোনিকে দেখা গেল নতুন হেয়ারস্টাইলে৷ স্পাইক কাটে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সঙ্গে ক্লিন শেভড। পরনে ব্লেজার৷ উদ্ধোধনি অনুষ্ঠানে তিনি ছিলেন একেবারে ফুরফুরে মেজাজে৷

  আরও পড়ুন নতুন হেয়ার স্টাইলে ধোনি, কেমন হল নয়া লুক? দেখুন

  ভারতীয় ক্রিকেট দলের সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে ধোনি বাদ পড়েছেন৷ এই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল৷ প্রশ্ন উঠেছিল, তাহলে কী অবসর ঘোষণা করতে চলেছেন ধোনি? তবে সে সব কথায় পাত্তা না দিয়ে ধোনিকে দেখা গিয়েছে ঝাড়খণ্ড রনজি দলে অনুশীলন নিতে৷

  তবে আপাতত ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এসে ধোনি যা করলেন, তা দেখেই তাজ্জব সকলে৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Cricket, Mahendra Singh Dhoni, ধোনি, মহেন্দ্র সিং ধোনি

  পরবর্তী খবর