corona virus btn
corona virus btn
Loading

‘‘ অধিনায়কদের নিয়ে যখনই আলোচনা হবে, ধোনির নাম সবার উপরেই থাকবে ’’: দ্রাবিড়

‘‘ অধিনায়কদের নিয়ে যখনই আলোচনা হবে, ধোনির নাম সবার উপরেই থাকবে ’’: দ্রাবিড়

সর্বকালের সেরা ভারত অধিনায়ক কে ? এই উত্তরটা পাওয়া গেল ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডবল’ রাহুল দ্রাবিড়ের কাছে ৷

  • Share this:

#বেঙ্গালুরু: সর্বকালের সেরা ভারত অধিনায়ক কে ? তালিকায় রয়েছে অনেক নাম ৷ বিষয়টি বেশ বিতর্কিতও ৷ কিন্তু এই উত্তরটা পাওয়া গেল ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডবল’ রাহুল দ্রাবিড়ের কাছে ৷ যিনি সরাসরি জানালেন, সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই ৷ সেরা অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে দ্রাবিড় বলেন, ‘‘ ধোনি সব পেয়েছে ৷ দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে ৷ ওর নেতৃত্বে ভারতীয় দল টেস্টে এক নম্বর হয়েছে ৷ টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ জিতেছে ৷ ভারতীয় ক্রিকেট অধিনায়কদের নিয়ে যখনই আলোচনা হবে, ধোনি সবার উপরেই থাকবে ৷’’ তিনি এদিন আরও বলেন, ‘‘ ধোনির অভিজ্ঞতা বিশাল ৷ চাপের মুখে ম্যাচ বের করতে পারে ৷ আমি হলে কিন্তু ধোনিকেই সব সময় টিম চাইতাম ৷ আমার ধারণা, বিরাটও সেটাই করবে ৷ ভারতীয় টিমে শান্ত আগ্রাসন এনেছে ধোনি ৷ ’’

ভারতীয় ক্রিকেটে যিনি সবচেয়ে বেশি ট্যুইট করেন, সেই বীরেন্দ্র সেহওয়াগ অবশ্য ধোনির অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে অস্বাভাবিকরকম চুপ ৷ সারাদিনে ধোনিকে নিয়ে একটাও ট্যুইট তিনি করেননি ৷ আর ধোনিকে নিয়ে সবার সেরা মন্তব্য হয়তো করেছেন কিংবদন্তী সুনীল গাভাস্করই ৷ তিনি বলেন, ‘‘ ধোনি এখনই অবসর নিয়ে ফেললে ওর রাঁচির বাড়ির সামনে আমি ধর্নায় বসতাম ৷ ’’ দ্রাবিড়ের মতো গাভাস্করও মনে করছেন, ভারতীয় ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার আছে ধোনির ৷

First published: January 6, 2017, 9:04 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर