corona virus btn
corona virus btn
Loading

এই নামী সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন ধোনি

এই নামী সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন ধোনি
Photo Courtesy: Instagram
  • Share this:

#নয়াদিল্লি: তিনি শান্ত স্বভাবের বলেই সকেল জানে৷ কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত যে তিনিই নিতে পারেন, তাঁর অধিনায়কত্বই প্রমাণ৷ মহেন্দ্র সিং ধোনি এবার এমনই এক কঠোর সিদ্ধান্ত নিলেন৷ এক নামী সংস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দিলেন মামলা ঠুকে৷

২০০৬ থেকে ২০১৬ আম্রপালি নামে এক নামী নির্মাণ সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ করেছেন ধোনি৷ তিনি এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডরও ছিলেন৷ ধোনির স্ত্রী সাক্ষীও এই সংস্থার সঙ্গে যুক্ত বেশ কিছু সেবামূলক কাজ করেছেন৷ আম্রপালি রাঁচির একটি পেন্টহাউজের মালিকানার জন্য টাকা দিয়েছিলেন ধোনি৷ কিন্তু পেন্টহাউজ তো দূরের কথা, বিজ্ঞাপনের কাজের জন্যও টাকা পাননি ধোনি৷ সংস্থাটির থেকে এখনও ৪০কোটি টাকা পাওনা বাকি রয়েছে মাহির৷ নিজের পাওনা টাকা পেতেই এবার আম্রপালি এস্টেটের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্ট মামলা করলেন তিনি৷

আরও পড়ুন এবার ভোট দিতে পারবেন না বিরাট কোহলি, কারণ...

প্রায় ৪৬হাজার ক্রেতাকে এভাবে ঠকিয়েছে আম্রপালি এস্টেট৷ তারাও সংস্থার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছেন৷ ইতিমধ্যেই সংস্থার দুই মালিককে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে৷ তবে জানা গিয়েছে যে ধোনি সহ প্রায় ৬৫৫জন গ্রাহক জলের জরে বাড়ি পেয়েছিলেন আম্রপালি প্রজেক্টে৷ প্রায় দেড় কোটির বাড়ি তিনি কিনেছিলেন ২০ লক্ষ টাকায়!

First published: April 28, 2019, 1:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर