#টোকিও: অলিম্পিক্সের প্রথম দিনেই হতাশাজনক শুরু করলেন তিরন্দাজ দীপিকা কুমারী৷ অলিম্পিক্সের প্রথম দিনেই আজ বড় পরীক্ষা ভারতীয় তিরন্দাজদের৷ এ দিন ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডের ইভেন্টে অবশ্য শুরুটা ভাল হয়নি দীপিকার৷ এ দিন ইভেন্ট শুরু হওয়ার পর একটা সময় আট নম্বরে নেমে গিয়েছিলেন দীপিকা৷ কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ সেটে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন তিনি৷ ইভেন্টের প্রথম অর্ধের শেষে দীপিকার সংগ্রহ ৩৩৪ পয়েন্ট৷ চার নম্বরে ইভেন্টের প্রথম অর্ধ শেষ করেন তিনি৷
যদি দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার পরেই ফের সাত নম্বরে নেমে যান দীপিকা৷ র্যাঙ্কিং রাউন্ডের শেষ সেটেও খুব একটা ভাল কিছু করতে পারেননি দীপিকা৷ শেষ পর্যন্ত ৬৬৩ পয়েন্ট পেয়ে ৯ নম্বরে শেষ করেন তিনি৷ বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দীপিকার থেকে যথেষ্ট প্রত্যাশা রয়েছে ভারতের৷ কিন্তু অলিম্পিক্সে শুরুটা ভাল হল না তাঁর৷
দীপিকা ছাড়াও এ দিন ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডের ইভেন্টে পরীক্ষা ভারতের পুরুষ তিরন্দাজদের৷ বাংলার অতনু দাস ছাড়াও তরুণদীপ রাই, প্রবীণ যাদবদের এ দিন ইভেন্টে অংশ নিতে দেখা যাবে৷ ভারতীয় সময় সকাল ৯.৩০টায় ইভেন্ট রয়েছে ভারতের পুরুষ তিরন্দাজদের৷
এ দিন টেনিসেও উজবেকিস্তানের ডেনিস ইসটোমিনের মুখোমুখি হবেন ভারতের সুমিত নাগাল৷ মেয়েদের ডবলসে সানিয়া মির্জা- অঙ্কিতা রায়না জুটি ইউক্রেনের যমজ বোন নাদিয়া- লিউডমিলার মুখোমুিখ হবেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।