বার্মিংহ্যাম: কমনওয়েলথে বাংলার ছেলের জয়জয়কার ৷ ভারোত্তলনে ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন অচিন্ত্য শিউলি (Achinta Sheuli) ৷ ২০১৮ কমনওয়েলথ গেমসে মৌমা-সুতীর্থারা টেবল টেনিসে সোনা জিতেছিলেন ৷ ফের একবার কমনওয়েলথের আসরে নজির গড়লেন কোনও বাঙালি অ্যাথলিট (CWG 2022) ৷
স্ন্যাচে এদিন নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদের থেকে ৫ কেজির ব্যবধান তৈরি করেন অচিন্ত্য। হিদায়াত স্ন্যাচে ১৩৮ কেজি ভার তোলেন। ১৩৫ কেজি ভার তুলেছেন কানাডার ডারসিগনি। অচিন্ত্যকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আরও পড়ুন- শৈশবে বাবাকে হারিয়ে কঠিন লড়াই, ভারোত্তলনে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য শিউলি
As weightlifter Achinta Sheuli bagged a Gold medal in #CommonwealthGames2022, PM Modi tweeted about the interaction he had with Sheuli before the Indian contingent left for the Commonwealth Games pic.twitter.com/QDjmc6fLd1
— ANI (@ANI) August 1, 2022
PM Narendra Modi congratulates weightlifter Achinta Sheuli for winning a Gold Medal in the #CommonwealthGames2022 pic.twitter.com/HqyW0DpUNt
— ANI (@ANI) August 1, 2022
শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন মীরাবাই চানু। এবার তৃতীয় দিনে ছেলেদের ৬৭ ও ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড করে সোনা জিতলেন জেরেমি লালরিনুঙ্গা ও অচিন্ত্য শিউলি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Commonwealth Games 2022