• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • #CWC2019: বুড়ো আঙুলের চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর, জানুন কে হলেন পরিবর্ত

#CWC2019: বুড়ো আঙুলের চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর, জানুন কে হলেন পরিবর্ত

Photo- Reuters

Photo- Reuters

 • Share this:

  #বার্মিংহ্যাম : ভারতে আবার চোটের ধাক্কা ৷ শিখর ধাওয়ান প্রথমেই চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন ৷ এবার বেরিয়ে গেলেন বিজয় শঙ্কর ৷ বুড়ো আঙুলের চোটের কারণে আর এবারের বিশ্বকাপে থাকা হচ্ছে না তাঁর ৷ চোটটা অবশ্য বেশ কিছুদিন আগে লেগেছিল বিজয়শঙ্করের ৷ তখন চোটটা এত গুরুতর বোঝা যায়নি ৷ কিন্তু পরবর্তী পর্যায়ে চোটটা আরও বেড়েছে ৷

  আইসিসি-র কাছে এর বদলি চেয়ে পাঠিয়েছে বিসিসিআই ৷ বিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারি বিবৃতি জারি করে বলা হয়েছে , ‘জসপ্রীত বুমরাহের বলে বিজয় শঙ্করের আঙুলে চোট লেগেছে ৷ ওর অবস্থা খুব একটা ভালো ছিল না ৷ এই টুর্নামেন্টে ও আর অংশ নিতে পারবে না ৷ ’

  Photo- PTI Photo- PTI

   সূত্রের খবর , ‘ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরিবর্ত হিসেবে ময়াঙ্ক আগরওয়ালের নাম ভেবেছে ৷ ও ওপেনার হিসেবেও খেলতে পারে ৷ ফলে কেএল রাহুল ফের নিজের পছন্দের চার নম্বর জায়গায় ফিরে যেতে পারেন ৷ ’

  আরও পড়ুন - #CWC 2019: চাপ কমাতে কী খান বিরাট, জেনে নিন ক্যাপ্টেন কোহলির সিক্রেট

  কর্ণাটকের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল টেস্টে ভারতের জার্সি গায়ে ইতিমধ্যেই খেলেছেন তবে একদিনের ক্রিকেটে এখনও খেলা হয়নি তাঁর ৷

  আরও দেখুন

  First published: